গ্রাহকরা তুলতে পারবেন না টাকা! এই ৫ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ RBI-র

বর্তমানে রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India) এক কড়া পদক্ষেপ নিয়েছে। তার পাঁচটি সমবায় ব্যাংকের (Co-operative Bank) ওপর বিধিনিষেধ আরোপ করেছে। দেশের অন্দরে অর্থনৈতিক সমস্ত সিদ্ধান্ত নেয় RBI। এমনকি ব্যাংকিং এর সমস্ত নিয়মও ঠিক করে রিজার্ভ ব্যাংক। আর তাই কোনো ব্যাংক নিয়ম না মানলে তার ওপর খড়গহস্ত হয় RBI।
এবার ঋণদাতাদের ক্রমবর্ধমান আর্থিক অবস্থার দিকে তাকিয়ে পাঁচটি সমবায় ব্যাংকের ওপর বিধিনিষেধ (Restrictions) আরোপ করেছে রিজার্ভ ব্যাংক। আগামী ৬ মাস পর্যন্ত জারি থাকছে এই নিষেধাজ্ঞা। সাথে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, RBI এর পূর্বানুমতি ছাড়া ঋণ দিতে পারবে না ব্যাংকগুলো।
শুধু তাই না, রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া বিনিয়োগ করতেও পারবেনা ব্যাংকগুলো। এছাড়া নিজেদের কোনো সম্পদ হস্তান্তর করা অথবা নিষ্পত্তি করার আগেও রিজার্ভ ব্যাংকের থেকে অনুমতি নিতে হবে। এমতাবস্থায় গ্রাহকদের ওপরও RBI এর সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে।
কোন কোন ব্যাংক রয়েছে এই তালিকায় : এই পাঁচটি ব্যাংকের মধ্যে রয়েছে
১)এইচসিবিএল সহকারী ব্যাংক (লখনউ)
২) আদর্শ মহিলা নগরী সহকারি ব্যাংক মর্যাদিত (ঔরঙ্গাবাদ)
৩) কর্ণাটকের শিমশা সহকারী ব্যাংক
৪) উরাভাকোন্ডা কো-অপারেটিভ টাউন ব্যাংক
৫) শঙ্কররাও মোহিত পাটিল সহকারী ব্যাংক
এর মধ্যে প্রথম তিনটি ব্যাংকের থেকে টাকা তোলা যাবেনা। কারণ সেখানে ক্যাশ নেই। শেষ দুটি ব্যাংক থেকে মাত্র ৫০০০ টাকা তুলতে পারেন গ্রাহকরা। যদিও এই নিয়ে চিন্তার কিছু নেই, কারণ RBI মোট ৫ লক্ষ টাকা অবধি স্থায়ী আমানতের গ্যারান্টি দেয়। সেক্ষেত্রে টাকা নিয়ে গ্রাহকদের নিশ্চিৎ থাকতে বলা হয়েছে।