এবার এই চার ব্যাঙ্ক’কে কড়া শাস্তি দিল RBI, মাথায় হাত গ্রাহকদের! আপনার অ্যাকাউন্ট আছে?

নিয়মের অনিয়ম দেখলেই একপ্রকার গর্জে ওঠে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। যে ব্যাঙ্ক (Bank) একটু নিয়ম উপেক্ষা করবে তার ওপর শাস্তির খাড়া নেমে আসবে তা বারবার জানিয়ে দিয়েছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। এবার কিনা দেশের একসঙ্গে ৪টি ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করল RBI।

এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এহেন সিদ্ধান্তের কারণে চরম আতঙ্কে রয়েছেন এই চার ব্যাঙ্কের গ্রাহকরা। সকলেরই একটাই আশঙ্কা, ব্যাঙ্কে জমানো টাকার ওপর কোনও ক্ষতি হবে না? আবার অনেকেই আছেন যারা ইতিমধ্যে ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে শুরু করেছেন। আপনিও কি জানতে চান দেশের কোন কোন ব্যাঙ্কের ওপর আরবিআই-এর শাস্তির খাড়া নেমে এসেছে? তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। আপনার ব্যাঙ্কের ওপরেও শাস্তির খাড়া নেমে আসেনি তো? তা জেনে নিন।

RBI বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে চারটি সমবায় ব্যাংকের উপর আর্থিক জরিমানা আরোপ করেছে। চারটি সমবায় ব্যাঙ্ককে মোটা টাকা আর্থিক জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।  যার মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটের বেশ কয়েকটি ব্যাঙ্কের নাম রয়েছে। আপনারও কি মহারাষ্ট্রের ওয়ালচাঁদ নগর সহকারি ব্যাঙ্কে টাকা জমা আছে? তাহলে জেনে রাখুন, আরবিআই এই ব্যাঙ্ককে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে, যা কিনা সর্বোচ্চ। এই ব্যাঙ্কটির বিরুদ্ধে ব্যাঙ্কিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।

আরবিআই আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এই ব্যাঙ্কের পরিদর্শন রিপোর্ট এবং রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট-সহ সমস্ত নথিপত্র পরীক্ষা করতে গিয়ে দেখে যে, ওয়ালচাঁদ নগর সহকারি ব্যাঙ্ক গ্রাহকদের ‘ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড’ দেয়নি। এমনকি কেওয়াইসি নির্দেশাবলীও সঠিকভাবে মানা হয়নি। যার জেরে এই ব্যাঙ্ককে ৪ লক্ষ টাকা জরিমানা করে আরবিআই।

বাকি ব্যাঙ্কগুলি হল মহারাষ্ট্রের ডাহানু রোড জনতা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, জেঅ্যান্ডকে-র দেবিকা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং গুজরাটের শ্রী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। আরবিআই-এর অভিযোগ, উল্লেখিত ব্যাঙ্কগুলি আরবিআই-এর নির্দেশিকার মানতে মানা করেছিল। আর এই অভিযোগ একদম সত্য। ফলে যা হওয়ার তাই হল।

গুরুতর অভিযোগ উঠেছে দেবিকা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালককে নিয়ে। এই পরিচালকের বিরুদ্ধে নিজের আত্মীয়-স্বজন এবং কয়েকটি সংস্থাকে লোন পাইয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। ফলে এই ব্যাঙ্ককে ৩ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। আরবিআই-এর জারি করা নির্দেশিকা না মানার জন্য ডাহানু রোড জনতা কো-অপারেটিভ ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা ও শ্রী সমবায় ব্যাঙ্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।