২০০০-র পর এবার ৫০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা RBI-র! শুনে ঘুম উড়বে আপনারও

২০০০, ৫০০ টাকার নোট নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের শেষ নেই। ব্যাঙ্কগুলিতে মানুষের ভিড় ফের একবার নতুন করে উপচে পড়ছে। যেন সেই নোটবন্দির স্মৃতি ফিরে এসেছে সকলের কাছে।

সকলের মনে একটাই প্রশ্ন, ২০০০, ৫০০ টাকার নোট কি বাতিল হয়ে যাচ্ছে? আগুনে ঘি তখন আরো পড়েছে যখন গত ১৯ মে থেকে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

এরই মাঝে ফের একবার বড় ঘোষণা করল আরবিআই। বিশেষ করে ৫০০ টাকার প্রসঙ্গে বড়সড় মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। মুদ্রা নীতি কমিটির (এমপিসি) বৈঠকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, দেশে ২০০০ এবং ৫০০ টাকার নোট বাতিলের বিষয়েও কথা বলেছেন এবং ১,০০০ টাকার নোট পুনরুজ্জীবিত করার বিষয়ে চলমান আলোচনাও স্পষ্ট করেছেন।

তিনি বলেন, এখনও পর্যন্ত বাতিল হওয়া ২০০০ টাকার নোটের অর্ধেকই ব্যাঙ্কে ফিরে এসেছে। এছাড়া যে নোটগুলি ফিরে এসেছে তার মূল্য হল ১.৮২ কোটি টাকা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা বা বিনিময় করা যাবে। শক্তিকান্ত দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রচলন থেকে ৫০০ টাকার নোট প্রত্যাহারের কোনও ইচ্ছা নেই। এ বিষয়ে যে গুজব বাইরে ছড়িয়ে গিয়েছে তাতে কান দিতে মানা করেছেন গভর্নর।

এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ ১০০০ টাকার নোট ছাপানোর বিষয়ে এখনও কোনও পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শক্তিকান্ত দাস।

এদিকে ৫০০ টাকার নোট নিয়ে মহা ফাঁপরে পড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। বার্ষিক রিপোর্টে RBI এমন এক দাবি করেছে, যা প্রকাশ্যে আসার পর থেকেই রাতের ঘুম উড়েছে সাধারণ দেশবাসীর।

rbi 500 rupee note

আরবিআই তাদের বার্ষিক রিপোর্টে জাল ৫০০ টাকার নোট সম্পর্কে একটি বড় তথ্য প্রকাশ করেছে। আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২০-২৩ অর্থবছরে ৫০০ টাকার ৯১,১১০টি জাল নোট ধরা পড়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১৪.৬% বেশি। যা উদ্বেগ বাড়িয়েছে আরবিআই-এর।