নভেম্বরে অর্ধেকের বেশীদিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখে নিন RBI-র ছুটির তালিকা

অক্টোবর (October) মাস শেষ হতে চলেছে। একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে নভেম্বর (November) মাস। বর্তমানে দেশজুড়ে উৎসবের মাস চলছে। আসছে নভেম্বর মাস। আর এই নভেম্বর মাসে একের পর এক উৎসব রয়েছে। আর উৎসব মানেই হল লাগামহীন ছুটি।

   

সামনের মাসে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank)। ফলে আপনারও যদি ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তাহলে তা সত্ত্বর করে নিন নইলে বিপদে পড়তে পারেন। এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-এর তরফে একটি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। RBI কর্তৃক জারি করা ব্যাঙ্ক ছুটির তালিকা অনুসারে, ২০২৩ সালের নভেম্বর মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে একাধিক উৎসব ছাড়াও চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই ছুটির দিনেও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিসেবা চালু থাকবে। এই তালিকায় কিছু ছুটির দিন, নির্বাচিত রাজ্য এবং কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে।

এই ছুটির কারণে ব্যাঙ্ক গ্রাহকদের বিভিন্ন সংশ্লিষ্ট কাজে প্রভাব পড়তে পারে। আপনারও যদি এমন কোনো কাজ থাকে যা ব্যাঙ্কে গিয়ে করা দরকার, তাহলে নিচে প্রকাশিত তালিকার কথা মাথায় রেখে আপনার পরিকল্পনা অনুযায়ী সব কাজ দ্রুত সেরে ফেলুন।

bank close

০১ নভেম্বর ২০২৩, বুধবার, কন্নড় রাজ্যোৎসব, কুট, করবা চৌথ (হিমাচল প্রদেশ, মণিপুর, কর্ণাটক)
০৫ নভেম্বর ২০২৩, রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)
১০ নভেম্বর ২০২৩, শুক্রবার, ভাঙ্গালা উৎসব (মেঘালয়)
শনিবার, নভেম্বর ১১, ২০২৩ (দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন)
১২ নভেম্বর ২০২৩, রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)
১৩ নভেম্বর ২০২৩, সোমবার, গোবর্ধন পুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি
১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, দীপাবলি
১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ভাই দুজ (ভাইফোঁটা)
১৯ নভেম্বর ২০২৩, রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)
২০ নভেম্বর ২০২৩, সোমবার: ছট পুজো (বিহার ও ঝাড়খন্ড)
২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার: সেং কুটস নাম/ইগাস-বাগওয়াল (মেঘালয় ও উত্তরাখণ্ড)
২৫ নভেম্বর ২০২৩, শনিবার – (চতুর্থ সাপ্তাহিক ছুটির দিন)
২৬ নভেম্বর ২০২৩, রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)
২৭ নভেম্বর ২০২৩, সোমবার: গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার: কনকদাস জয়ন্তী (কর্ণাটক)