এবার রবিবারও খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক! এই কারণে বড় সিদ্ধান্ত নিল RBI

ব্যাংক (Bank) নিয়ে বড় আপডেট সামনে এসেছে। আরবিআইয়ের (Reserve Bank of India) নির্দেশিকা অনুযায়ী ৩১শে মার্চ অবধি সমস্ত ব্যাংকের শাখা খোলা থাকবে। অর্থাৎ রবিবার দিনও কাজ করতে পারবেন আপনি। তবে ৩১শে মার্চের পর দুই দিন, এপ্রিলের ১ এবং ২ তারিখ ব্যাংক বন্ধ থাকবে।
RBI এর তরফে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ২০২২-২৩ এর আর্থিক বছরের শেষদিন অর্থাৎ ৩ মার্চ অবধি ব্যাংকের কাজ চলবে। সমস্ত লেনদেন এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আসলে বিগত অর্থবর্ষের সমস্ত কাজ শেষ করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া NEFT এবং RTGS সিস্টেম চালু থাকবে ৩১শে মার্চের মধ্যরাত অবধি।
এছাড়া সরকারি চেক সংগ্রহের জন্য বিশেষ ক্লিয়ারিং ব্যবস্থাও পরিচালিত হবে। এর জন্য অর্থপ্রদান ও নিষ্পত্তি ব্যবস্থা বিভাগ (DPSS) প্রয়োজনীয় নির্দেশ জারি করবে। উল্লেখ্য এই DPSS সংস্থাটি RBI এর অধীনেই আসে। কেন্দ্র এবং রাজ্য সরকারের লেনদেন রিপোর্ট করার জন্য রিপোর্টিং উইন্ডো খোলা থাকবে ৩১শে মার্চ থেকে ১ এপ্রিল দুপুর পর্যন্ত।
প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে যোগাযোগ সাধন করার জন্যও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ৩১শে মার্চের মধ্যে আধারের সাথে PAN লিঙ্ক করতে হবে আপনাকে। ৩১ তারিখের মধ্যে আধার এবং প্যানের সংযোগ না থাকলে বন্ধ হয়ে যাবে প্যান কার্ড। উল্লেখ্য, দেরী করার জন্য আপনাকে ১০০০ টাকা জরিমানাও দিতে হবে।
এছাড়া আপনার যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট থাকে এবং চলতি আর্থিক বছরে টাকা জমা করতে না পারলে তাহলেও ৩১ মার্চ পর্যন্ত সক্রিয় রাখতে কিছু টাকা অবশ্যই রাখুন। PPF এবং SSY-তে টাকা জমা না হলে এই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যেতে পারে।