বন্ধ হওয়ার মুখে দেশের এই বড় ব্যাঙ্ক! RBI-র এই সিদ্ধান্তে বুক কেঁপে উঠবে আম জনতার

উৎসবের আবহে মাথায় হাত পড়তে চলেছে দেশের বহু আম জনতার। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে যা দেখে ও শুনে আপনারও বুক কেঁপে উঠতে চলেছে। আরো একটি ব্যাঙ্ক’কে বেসরকারীকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে খবর। শোনা যাচ্ছে চলতি মাসেই ভারতের একটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারীকরণে বদলে দিতে পারে সরকার। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার আইডিবিআই ব্যাঙ্ককে (IDBI Bank) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে।

   

কেন্দ্রের কাছে আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব রয়েছে, তাদের শেয়ার বিক্রি করতে চায়। কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাঙ্কের ৪৫.৪৮ শতাংশ এবং এলআইসির ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে। শোনা যাচ্ছে , আইডিবিআই ব্যাঙ্কের ৪৯.২৪ শতাংশ শেয়ারের ৩০.২৪ শতাংশ বিলগ্নীকরণ করবে কেন্দ্র।
কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সিএসবি ব্যাংক এবং এমিরেটস এনবিডি আইডিবিআই ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কেনার জন্য প্রাথমিক দরপত্র জমা দেওয়ার পরে আরবিআই ২০২৩ সালের এপ্রিলে সম্ভাব্য ক্রেতাদের স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শুরু করেছিল। আরবিআই ব্যাঙ্কের কার্যকারিতা চালানোর জন্য কোনও সত্তা হস্তান্তর করার আগে ক্রেতাকে মূল্যায়ন করতে ১২ থেকে ১৮ মাস সময় নেয়।

আরবিআই (RBI) সরকারকে জানিয়েছে যে সম্ভাব্য ক্রেতাদের তদন্ত এই মাসের শেষের দিকে শেষ হবে।  যথাযথ তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে, সরকার জানুয়ারি-মার্চের মধ্যে আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব কেনার জন্য দরপত্র আহ্বান করবে এবং ২০২৪ সালের মার্চের মধ্যে ব্যাঙ্কের বেসরকারীকরণের পথ আবার পরিষ্কার হবে। আইডিবিআই ব্যাঙ্কের বিলগ্নিকরণের মাধ্যমে সরকার ৫১,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

idbi bank

আরবিআইয়ের তদন্ত শেষ হওয়ার পরে, সরকার দরদাতার সাথে গোপনীয় তথ্য ভাগ করবে, যা ব্যাংক সংগ্রহ শুরু করেছে। যার মধ্যে রয়েছে এমপ্লয়িজ পেনশন কর্পাস, মেডিক্যাল ও ইন্স্যুরেন্স কভার। এই খবর প্রকাশ্যে আসার পর আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারে ধস নেমেছে।