মুকেশ আম্বানির জীবনে নেমে এল চরম দুঃখ! বিরাট বিপদে Jio-র মালিক

বরাবরই সংবাদ শিরোনামে থাকেন ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবার। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু এবারে মুকেশ আম্বানিকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এল, যা শুনে আপনারও মুখ হাঁ হয়ে যেতে পারে। একপ্রকার নতুন করে আম্বানি পরিবারে ভয়ের পরিবেশ বিরাজ করছে। কারণ এমন এক ঘটনা ঘটেছে যা সকলকে নতুন করে অবাক করে রেখে দিয়েছে।

   

মুম্বাই পুলিশ আজ শনিবার বড় রকমের তথ্য দিয়েছে। পুলিশ জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে মুকেশ আম্বানি এই প্রাণের হুমকি পেয়েছেন বলে খবর। ২০ কোটি টাকা না দিলে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর শুক্রবার রাত ৮টা ৫১ মিনিটে ই-মেইলে এই হুমকি পান এই শিল্পপতি বলে খবর।

এদিকে মুম্বাই পুলিশের কানে খবর যেতেই তৎপর হয়ে ওঠে পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ইতিমধ্যে মুম্বই পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। হুমকির বিষয়ে পুলিশ জানিয়েছে, ই-মেইলটি ২৭ অক্টোবর শুক্রবার পাওয়া গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই মুম্বইয়ের গামদেবী থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়। এফআইআরের একটি কপি থেকে জানতে পারে গিয়েছে, দুষ্কৃতীরা মেইলে বলেছে যে, ‘মুকেশ আম্বানি আপনি যদি ২০ কোটি টাকা না দেন তবে আমরা আপনাকে মেরে ফেলব। আমাদের ভারতের সেরা শ্যুটার আছে।’

nita ambani mukesh amabni

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আম্বানির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন।