পুজোর আগে বাজার কাঁপানো অফার Jio-র, গ্রাহকরা পাবেন লাখ টাকা! শুধু করতে হবে এই কাজ

এবার জিও (Jio) তাদের ষষ্ঠতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নিয়ে এসেছে এক ধামাকাদার অফার। এক্ষেত্রে রয়েছে একগুচ্ছ সুবিধা। রিচার্জের সাথে অতিরিক্ত সুবিধা অনুযায়ী আপনি পেয়ে যাবেন ৭৫ জিবি অতিরিক্ত ডেটা, Ajio ভাউচার সহ ঢের অফার। শুধু তাই না, একই সময়ে লাখপতি হওয়ার সুযোগও দিচ্ছে জিও।

৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর এর মধ্যে রিচার্জ করলেই ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরষ্কার জিতে নিতে পারেন আপনি। গত ৫ সেপ্টেম্বর জিও কোম্পানি তাদের ৬ বছর পূর্ন করেছে। আর সেই উপলক্ষ্যে এমন ধামাকাদার সমস্ত অফার নিয়ে এসেছে তারা।

রিচার্জ করলে যেমন অতিরিক্ত সুবিধা মিলছে, সাথে সাথে মিলছে লাখ টাকা জেতার সুযোগ। আপনার যদি এই সময়ে মোবাইল রিচার্জ শেষ হচ্ছে তো, পুনরায় রিচার্জ করার এটাই সবচেয়ে ভালো সময়। এছাড়া অপনার ফোনে রিচার্জ থাকলেও আর একবার রিচার্জ করে নিতে পারেন, তাহলে ভবিষ্যতে রিচার্জ করার সময় একগুচ্ছ অফার মিলবে।

কিন্তু এক্ষেত্রে কিছু শর্তাবলি রয়েছে , সেগুলো জেনে নিন।

১) এই অফার শুধুমাত্র প্রিপেড ব্যাবহারকারীদের জন্য। পোস্টপেড ইউজাররা এই সুবিধা পাবেন না।

২) ৬ থেকে ১১ সেপ্টেম্বর এর মধ্যে রিচার্জ করলে তবেই এই সুবিধা পাবেন গ্রাহকরা।

৩) সর্বনিম্ন ২৯৯ টাকা রিচার্জ করতে হবে এই পুরস্কারের জন্য।

৪) তামিলনাড়ু সার্কেলের ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান প্রযোজ্য নয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button