আপনিও কি জিও (Reliance Jio)-র সিম ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল খুবই খারাপ খবর। একদম চুপচাপ এক জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Jio। জিও-র এহেন আচমকা সিদ্ধান্তের কারণে চরম বিপাকে পড়তে চলেছেন বহু মানুষ। জানা গিয়েছে, রিলায়েন্স জিও তাদের সবচেয়ে সস্তা দৈনিক ডেটা প্ল্যানগুলির মধ্যে একটি, ১১৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।
এই প্ল্যানে ১৪ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি ডেটা দেওয়া হত এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধাও পাওয়া যেত। এই জিও প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও অন্তর্ভুক্ত ছিল। ১১৯ টাকার জিও প্রিপেইড প্ল্যান বন্ধ হওয়ার পরে, সংস্থার পোর্টফোলিওতে সবচেয়ে সস্তা দৈনিক ডেটা প্ল্যানটি ১৪৯ টাকায় পরিণত হয়েছে, যা দৈনিক ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সাথে দৈনিক বিনামূল্যে এসএমএসের সুবিধা দেয়।
এখন দৈনিক ডেটা প্ল্যানে সবচেয়ে সস্তা প্ল্যান ১৪৯ টাকা। জিও-র বন্ধ হওয়া ১১৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ছিল ১৪ দিন। এতে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং সহ দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যেত।
১১৯ টাকার প্ল্যানের তুলনায় দৈনিক ডেটা কম পাওয়া গেলেও এই প্ল্যানের ভ্যালিডিটি ২০ দিন। এটি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস সরবরাহ করে। এই পরিকল্পনায় সমস্ত জিও স্যুট অ্যাপ্লিকেশন অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায় না। যদিও জিও এখনও ১১৯ টাকার প্ল্যানটি বন্ধ করার কারণ জানায়নি। শুধু জিও-ই নয়, সম্প্রতি এয়ারটেলও (Bharti Airtel) একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
কিছুদিন আগে রিলায়েন্স জিও তাদের প্রিপেইড পোর্টফোলিওতে দুটি নতুন মোবাইল প্ল্যান লঞ্চ করেছে, যার মধ্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথমটি হল জিও ১,০৯৯ টাকার প্ল্যান, যার মধ্যে ৮৪ দিনের বৈধতার সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড ৫জি ডেটা রয়েছে।
একই সঙ্গে রয়েছে ১,৪৯৯ টাকার প্ল্যান, যার সঙ্গে থাকছে নেটফ্লিক্স বেসিক প্ল্যান, দৈনিক 3GB ডেটা + 40GB এক্সট্রা, দৈনিক ১০০ ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং সুবিধা। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ও ৮৪ দিন।