টিম ইন্ডিয়ার বোঝা, বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করবেন এই প্লেয়ার! যোগ দেবেন রাজনীতিতে

একসময় টিম ইন্ডিয়ার (India national cricket team) সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এখন ধীরে ধীরে টিম ইন্ডিয়ার জন্য বোঝা হয়ে উঠছেন। রবীন্দ্র জাদেজা বেশ কিছুদিন ধরেই বল ও ব্যাট উভয় ক্ষেত্রেই টিম ইন্ডিয়ার পক্ষে কোনো কার্যকর ভূমিকা নিতে পারছেন না। ম্যাচের জরুরি মুহূর্তেও জ্বলে উঠতে পড়ছেন না রবীন্দ্র জাদেজা। এই পরিস্থিতিতে তাকে দলের সঙ্গে কেন রাখা হচ্ছে সে ব্যাপারে উঠেছে একাধিক প্রশ্ন। ওয়াকিবহাল মহলের অনেকের ধারণা, ব্যাপারটা যত না মাঠের ভিতরের বিষয় তার থেকেও বেশি মাঠের বাইরের বিষয়। ক্রিকেট ছাড়াও রবীন্দ্র জাদেজার মন এখন অন্য দিকে ঘুরতে শুরু করেছে।

   

ফর্মে না থাকা রবীন্দ্র জাদেজার ফলে প্রথম একাদশে অন্য কোনো খেলোয়াড় সুযোগ পাচ্ছেন না। এখন পুরনো ক্রিকেটারদের বদলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড বেশি মনোযোগী। শিখর ধাওয়ানের মতো সিনিয়র ক্রিকেটার দলে ব্রাত্য। রবিচন্দ্রন অশ্বিন অশ্বিন জাতীয় দলে অনিয়মিত। এই অবস্থায় রবীন্দ্র জাদেজা কোন যুক্তিতে নিয়মিত জাতীয় দলের হয়ে খেলছেন সে ব্যাপারে প্রশ্ন থাকা অসম্ভব না।

অতীতে রবীন্দ্র জাদেজা বল ও ব্যাট উভয় দিয়েই টিম ইন্ডিয়ার হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ৬৭ ম্যাচে ৩৬.৪১ গড়ে ২৮০৪ রান করেছেন, অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে ১৮৬ ম্যাচে ৩২.১৪ গড়ে ২৬৩৬ রান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ফরম্যাটে জাদেজা ৬৪ ম্যাচে ২৪.০৫ গড়ে ৪৫৭ রান করেছেন। বোলার হিসেবে জাদেজা ১২৮ ইনিংসে ২৪.০৭ গড়ে ২৭৫ উইকেট নিয়েছেন, আর ১৭৮ ওয়ানডেতে রবীন্দ্র জাদেজা ৩৬.৯৫ গড়ে ২০৪ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটার গেলে ৬২টি টি-টোয়েন্টি ইনিংসে নিয়েছেন ৫১ উইকেট।

ravindra jadeja 1ewfdqe

সম্প্রতি মনে করা হচ্ছে জাদেজা আর হয়তো খুব বেশি দিন ক্রিকেটার হিসেবে মাঠে থাকবেন না। ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতির বাইশ গজে যেতে পারেন এই অলরাউন্ডার। তাঁর স্ত্রী ইতিমধ্যে বিজেপির একজন সক্রিয় নেত্রীর ভূমিকায় কাজ করছেন। জাদেজাও হয়তো যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে।