আর কয়েক দিন পরেই বিশ্বকাপ। ঘরের মাঠে খেতাব জয়ের ব্যাপারে ফেভারিট ভারত। ওডিআই বিশ্বকাপের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ড (Board of Control for Cricket in India)। তবে ক্রিকেট প্রেমীরা এখনই নিশ্চিত হতে পারছেন না। অনেকের ধারণা, পিকচার আভি বাকি হ্যায়। জল্পনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অনিশ্চিত তার বিশ্বকাপ-ভবিষ্যৎ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দিয়েছে চমক দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভালো বল করেছেন তিনি। ভালো বল করেছেন বলেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। পুরনো ক্রিকেটারদের সরিয়ে নতুন ক্রিকেটারদের জায়গা করে দিচ্ছে বিসিসিআই। কোপ পড়েছে রবিচন্দ্রন অশ্বিনের ওপর। তিনি কোন ম্যাচে খেলবেন আর কোন ম্যাচে খেলবেন না সেটাই একটা মস্ত ধাঁধা। আসন্ন ওডিআই বিশ্বকাপে অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা প্রবল ছিল। অক্ষর চোট পাওয়ার ফলে নতুন অংক কষতে শুরু করে দেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের একাংশ। চোট পাওয়া প্যাটেলের জায়গায় কি বিশ্বকাপ স্কোয়াডে প্রবেশ করবেন অশ্বিন? উঠেছে প্রশ্ন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে মাঠের বাইরে বসিয়ে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কেন বসিয়ে রাখা হয়েছিল তার উত্তর আজও স্পষ্ট নয়। এরপর সবাই এক প্রকার ধরেই নিয়েছিলেন নিউ টিম ইন্ডিয়ায় প্রায় ব্রাত্য আন্না। অক্ষর প্যাটেলেদের কাঁধে দলের স্পিন বিভাগের দায়িত্ব। কিন্তু অক্ষরের চোট যদি ভালো না হয় তাহলে কি শিকে ছিঁড়বে অশ্বিনের ভাগ্যের? সম্প্রতি এ ব্যাপারে পাওয়া গিয়েছে বড় আপডেট।
সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে, অক্ষরের ওপর পূর্ণ আস্থা রাখছে বোর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিন ভালো বল করলেও অক্ষরের ওপর BCCI ভরসা হারাতে নারাজ। বোর্ডের এক কর্তা দাবি করেছেন, অক্ষর প্যাটেলের আঙুলের চোট প্রায় সেরে গিয়েছে। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই আশা করা যায়। তাছাড়া বিশ্বকাপ শুরু হওয়ার আগে এখনও অনেকটা সময় রয়েছে। ততদিনে অক্ষর আগের ফিটনেস ফিরে পাবেন বলে আশা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।