‘ডিসেম্বর থেকে বন্ধ করে দেব রেশন পরিষেবা’, বড় হুমকি ডিলারদের! মহাবিপাকে পশ্চিমবঙ্গ সরকার

রেশন (Ration) দুর্নীতি কাণ্ডকে ঘিরে একপ্রকার উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা (West Bengal)। ইতিমধ্যেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন। এই ঘটনাকে ঘিরে অশান্ত হয়ে রয়েছে গোটা রাজ্য। এরই মাঝে চরম হুঁশিয়ারি দিলো রেশন ডিলাররা। আপনারও যদি রেশন কার্ড (Ration Card) থেকে থাকে এবং আপনিও যদি রেশন প্রাপক হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কারণ উৎসবের আবহে রেশন ডিলাররা এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যার সরাসরি প্রভাব আপনার ওপর প্রভাব পড়তে পারে। ফলে বিপদে পড়ার আগে পড়ে নিন এই প্রতিবেদনটি।

   

রাজ্য তথা গোটা দেশে মূল্য বৃদ্ধির হার একপ্রকার মাত্র ছাড়িয়েছে। এদিকে এই মূল্য বৃদ্ধির বাজারে কমিশন কোনওভাবেই বাড়ানো হচ্ছে না বলে অভিযোগ রেশন ডিলারদের। ফলে একের পর এক রেশন ডিলার দীর্ঘদিন ধরে এই কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, কেউই সেই বিষয়ে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে তাদের। বিশেষ করে রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) ওপর নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের অভিযোগ, করোনার সময় রাজ্য সরকারের তরফে বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল। এদিকে রেশন ডিলাররা আগেই টাকা দিয়ে রেশন কিনে বসে ছিলেন। এই আবহে সরকারি নির্দেশ মেনে সেই রেশনই বিনামূল্যে বিলি করা হয়েছিল। সেই বাবদ বকেয়া টাকা মেটানোর কথা ছিল রাজ্য সরকারের। তবে সেই বকেয়া টাকা নাকি এখনও রাজ্য সরকার দেয়নি তাঁদের।

duare ration

এহেন অবস্থায় এই বিষয়ে বড় রকমের হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া শেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি ঘোষণা করেছেন সমস্যা যদি সমস্যা না মেটে তাহলে ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা আর কাউকে রেশন পরিষেবা দেবেন না। এদিকে রেশন ডিলারদের সিদ্ধান্তের ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।