রেশন কার্ড ও বিনামূল্যে সামগ্রী নেওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন, না মানলেই ভুগতে হবে চরম

রেশন কার্ড (Ration Card) ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে খাদ্যমন্ত্রক। আপনিও যদি ডিলারের কাছ থেকে রেশন নিয়ে থাকেন তাহলে এবার থেকে অনেকখানি নিয়মের অদল বদল ঘটতে চলেছে। খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের তরফে জারি করা নতুন নিয়ম জারি করার পর এবার খুব সহজেই আপনি রেশন নিতে পারবেন।
এতদিন সরকার রেশনের খাবারের জন্য অনেক টাকা খরচ করলেও সেই খাদ্যদ্রব্যের কোনো মানদণ্ড থাকেনি। আর তার ফলে খারাপ খাবার বিলি করা হতো। কিন্তু এবার থেকে রেশনের খাবার দেওয়ার সময় নতুন মানদণ্ড তৈরি করছে খাদ্য মন্ত্রক। এবার এই নিয়ে রাজ্য সরকারের সাথেও আলোচনায় বসবে কেন্দ্র।
করোনা আমলে কেন্দ্র সরকার দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন এর সুবিধা দেয়। কিন্তু তারপরও অনেকে জাল পদ্ধতিতে বিনামুল্যে রেশনের সুবিধা নিচ্ছেন। এই ব্যাপারেও নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।
রেশন যাতে সঠিকভাবে বিতরণ হয় সেইজন্যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। জানা যাচ্ছে ৮০ কোটি সুবিধাভোগীর মধ্যে অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল, তার পরেও তারা বিনামুল্যে বা ন্যূনতম মূল্যে রেশনের সুবিধা নিচ্ছে। খাদ্য দপ্তর এই সমস্ত জাল ব্যক্তিদের বাদ দিয়ে যারা সত্যিই দুঃস্থ তাদের রেশন দেবে।
তাছাড়া নিয়মেও অনেক হেরফের আনছে সরকার। খাদ্য দপ্তর রেশন বিলি করার উদ্যোগকে সম্পুর্নভাবে স্বচ্ছ করার চেষ্টা করছে যাতে কোথাও কোনো হেরফের না হয়। এবার থেকে রেশন পাওয়ার যোগ্যতাতেও বদল আসতে চলেছে।
যদি আপনার নিজের আয় থেকে উপার্জিত ১০০ বর্গমিটারের একটি প্লট/ফ্ল্যাট বা বাড়ি, চার চাকার গাড়ি/ট্রাক্টর, গ্রামে দুই লাখের বেশি এবং শহরে তিন লাখের বেশি পারিবারিক আয় থাকে তাহলে আপনাকে নিজের রেশন কার্ড তহসিল এবং ডিএসও অফিসে জমা দিতে হবে। সরকারের নয়া নিয়ম অনুযায়ী রেশন কার্ডধারী কার্ড সমর্পণ না করলে সরকার বাছাই করে বাতিল করবে এই সমস্ত কার্ড। এমনকি আইনি পথেও হাঁটতে পারে। তাই আপনি উপরোক্ত কোনো এক ক্যাটাগরিতে পড়লে আজই নিজের রেশন কার্ড জমা দিয়ে আসুন।