নভেম্বরে সামগ্রী পাওয়ার নিয়মে বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার! জানুন কী কী পাবেন রেশন কার্ডে

দেশে বহু মানুষ এখনও এমন রয়েছেন যাদের বাড়িতে চাল আনতে পান্তা ফুড়োয় অবস্থা। এমন অনেক বাড়িই রয়েছে যেখানে এক বেলা খেলে পরের বেলা আদৌ খাবার জুটবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। দেশে অনেক ধরনের প্রকল্প চলছে, যার মাধ্যমে দরিদ্র শ্রেণী ও অভাবী মানুষদের সহায়তা প্রদান করা হয়। এই জাতীয় একটি প্রকল্প হ’ল রেশন কার্ড (Ration Card) স্কিম, যার অধীনে যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড তৈরি করা হয়।

   

এর পরে, এই রেশন কার্ডধারী প্রতি মাসে সস্তায় অথবা কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে রেশন দোকান থেকে গম এবং চালের মতো জিনিস পান। একই সঙ্গে করোনার সময় থেকেই সরকার মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচি শুরু করে, যা এখন ২০২৩ সালের শেষ পর্যন্ত অব্যাহত রয়েছে। এই রেশন কার্ডেরও বিভিন্ন ভাগ আছে যে সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। তেমনই এক রাজ্যের মানুষের কাছে যদি কিছু বিশেষ কার্ড থেকে থাকে তাহলে তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর।

আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? আপনার কাছেও কি রেশন কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) কিছু কার্ডের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আসুন আপনিও জেনে নিন কোন কোন কার্ডে চলতি মাসে কত পরিমাণ রেশন মিলবে। জানা গিয়েছে, এক স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তাদের কাছে AAY কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল এবং ৫ কেজি গম পাবেন। যদি এই প্যাকেজের আওতায় থাকা উপভোক্তাদের RKSY I রেশন কার্ড থাকে তাহলে তিনি বাড়তি ৪ কেজি চাল এবং ২ কেজি গম পাবেন।

অন্যদিকে চা বাগান নামের স্পেশ্যাল প্যাকেজের আওতায় যে সকল পরবার রয়েছে সেই সকল পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম পাবেন। যদি আটা নেওয়া হয় সে ক্ষেত্রে পরিবার পিছু ১৩.৩ কেজি আটা দেওয়া হবে। আপনার কাছেও কি AAY ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে? তাহলে জেনে রাখুন,  এই কার্ড যাদের কাছে রয়েছে তাঁরা এই নভেম্বর মাসে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম পেয়ে যাবেন। শুধু তাই নয়, গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে ১৩.৩ কেজি। RKSY I ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তাঁরা মাথাপিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম পাবেন এবং যাদের কাছে RKSY II ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাঁরা মাথাপিছু ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম পাবেন নভেম্বর মাসে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

duare ration

সরকার আরও জানাচ্ছে, রাজ্যের যে সকলে মানুষের কাছে PHH/SPHH ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম দেওয়া হবে।  ৮ কেজি চাল এবং ৩ কেজি গম দেওয়া হবে এই টোটো নামের স্পেশাল প্যাকেজ এর মাধ্যমে। এখানে একটি বিষয়ে বলে রাখা জরুরি, যাদের কাছে AAY রেশন কার্ড রয়েছে তারা জঙ্গলমহল প্যাকেজ হিসাবে বাড়তি ৮ কেজি চাল এবং ৩ কেজি গম পাবেন। যাদের PHH রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল পাবেন। অন্যদিকে যাদের RKSY I রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল পাবেন।