শুধু ফ্রি রেশনই নয়, এবার হাতে দেওয়া হবে নগদ টাকাও! বড় সিদ্ধান্ত সরকারের

ভারত সরকার (Central Government) বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সুরক্ষা প্রকল্প চালাচ্ছে ভারতে (India)। এবার আপনিও যদি বিনামুল্যে রেশন (Ration) প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আজ আপনাদের জন্য খবর আছে। এর আগেও বহুবার সরকার অন্ত্যদয় এবং BPL শ্রেণীর গ্রাহকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ন ঘোষণা করেছে। এবার এসেছে নতুন এক আপডেট।

হরিয়ানা সরকার সম্প্রতি জানিয়েছে যে, বিপিএল রেশন কার্ড (Ration Card) হোল্ডার এবং অন্ত্যোদয় কার্ড হোল্ডারদের বিনামূল্যে দুই লিটার সরিষার তেল দেওয়া হবে। ২০২১ সালে তেল দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু এবার আরো একবার রেশন দোকানে তেল এসেছে।

গতবার তেল দেওয়া বন্ধ করে দিলে জনগণের অ্যাকাউন্টে ২৫০ টাকা করে দেওয়া হয়। কিন্তু তেলের দাম বাড়ায় এবার সেই পরিমাণ বাড়িয়ে ফেলা হয়েছে। রেশন দোকানের তেল না নিলে BPL এবং AAY রেশন কার্ডের ৩২ লক্ষ পরিবারকে ৩০০ টাকা করে দেওয়া হয়।

ration card

এদিকে সরকারের কাছে প্রচুর তেল পড়ে রয়েছে। সরকার ২৫০ টাকা দেওয়ায় সুবিধাভোগীদের আর তেল দেওয়া হচ্ছেনা। কিন্তু লাখ লাখ লিটারের তেলের স্টক পড়ে রয়েছে সরকারের কাছে। আর সেজন্যই তেল বিতরণের নির্দেশ জারি করা হয়েছে সরকারের তরফে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button