রেশন কার্ড থাকলেই কেল্লাফতে! এবার থেকে প্রতিমাসে ফ্রিতে মিলবে এই জিনিস

কেন্দ্র সরকার বিশ্বের সবথেকে বড় খাদ্য সুরক্ষা ক্যাম্পেইন শুরু করেছে। আর সেখানে মহিলা ও শিশুদের পুষ্টির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে। অপুষ্টি রোধ করতে কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডধারীদের (Ration Card) প্রতি মাসে বিনামূল্যে চাল সরবরাহ করে থাকে। এবার প্রতি জেলায় উৎকর্ষ মানের চাল দেওয়া হবে।

এই বিশেষ চালে কি গুণাবলী রয়েছে : নতুন চালে উপভোক্তারা প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 পেতে সক্ষম হবেন। যদিও এই চালের স্বাদ অথবা রান্নার পদ্ধতিতে কোনো আলাদা কিছু নেই। শুধুমাত্র চালের গুণমানে পার্থক্য রয়েছে। এই নতুন চালে বেশী পরিমাণে পুষ্টিগুণ মিলবে।

২০২৩ সালের খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার রেশন কার্ড ধারকদের প্রতি মাসে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার একটি পরিকল্পণা নিয়েছে। সেখানে প্রতি মাসে যোগ্য পরিবারদের প্রতি ইউনিটে ৩ কেজি চাল ও ২ কেজি গম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

ration shop ration card

এছাড়া অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের প্রতি রেশন কার্ডে ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম বিতরণ করা হয়। গম ছাড়াও রেশন কার্ডধারীরা চাইলে সমপরিমাণ উন্নত মানের চাল নিতে পারেন।

ইতিমধ্যেই এই বিশেষ প্রকার চাল রেশনের দোকানে পৌঁছতে শুরু করেছে। জেলা সরবরাহ আধিকারিক বিকাশ কুমার জানান, এই নতুন চালের পুষ্টিগুণ সাধারণ চালের চেয়ে অনেকটাই বেশি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button