রেশন কার্ড থাকলেই মিলবে ১০০০ টাকা! মানুষের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা সরকারের

রেশন কার্ড (Ration Card) ব্যবহারকারীদের জন্য দূর্দান্ত খবর নিয়ে হাজির হয়েছি আমরা। এবার রেশন কার্ড থাকলেই কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের কাছ থেকে নানান সুবিধা নিতে পারেন আপনি। কিন্তু তাইবলে মাসে ১০০০ টাকার আর্থিক সাহায্যর ব্যপারে জানতেন কী আপনি? চলুন আজ এই বাম্পার স্কিম সম্পর্কে জানাই আপনাদের।

শুধু ১০০০ টাকাই নয়, সাথে মিলবে রেশনও। এমনই ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে বাংলাতে ভোট টানতে যেমন লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের ঘোষণা হয়, তেমনই তামিলনাড়ু ভোটের আগে সেরাজ্যের মহিলা ভোট টানতে এমন সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর সরকার।

983737 ration

নারী দিবসের দিন এই ঘোষণা করে তাদের অভিনন্দন জানিয়ে এই স্কিমের ব্যাপারে ঘোষণা করা হয়েছে। ভোটের কিছুদিন আগে থেকে মিলবে এই সুবিধা। আগামী ৩ জুন থেকে মহিলা কার্ডধারীদের ১,০০০ টাকা দেবে তামিলনাড়ু সরকার।

সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির জন্মদিন থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে এই কাজের। কিন্তু ঠিক কারা এই সুবিধা পাবেন? যারা ৩৫ কেজি চাল পান এবং দারিদ্র্যসীমার নীচে রয়েছেন তারা এই ১০০০ টাকা পাবেন। এছাড়া PHAAY কার্ডধারী মহিলাদের জন্যও এই স্কিম উপলব্ধ থাকবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button