আর পোহাতে হবে না ঝক্কি! রেশন কার্ড নিয়ে সুখবর দিল কেন্দ্র, উপকৃত হবেন কোটি কোটি মানুষ

আপনিও যদি রেশন কার্ড (Ration Card) ব্যবহার করেন তাহলে আজকের খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকারের তরফে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প শুরু করা হয়েছে। অর্থাৎ সারা দেশের যেকোন রেশন দোকান থেকেই রেশন নিতে পারবেন আপনি। তবে কিছুদিন আগেই খবর আসে, রেশন কার্ড এবং আধার কার্ড যুক্ত করার বিষয়ে।
আধারের সাথে রেশন কার্ড যুক্ত করার শেষ তারিখ ৩১ মার্চ। এতদিন সেভাবেই কাজ চলছিল। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই তারিখ বাড়িয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ আরো বেশ কিছুদিন সময় পাবেন আপনি। আধারের সাথে রেশন কার্ড যুক্ত করলে আরো বেশী সময়ের জন্য বিনামূল্যে রেশনের সুবিধা নিতে পারবেন আপনি।
কেন্দ্রীয় খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ আধার এবং রেশন কার্ড লিঙ্ক করার তারিখ বাড়ানোর জন্য একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। আধারের সাথে রেশন কার্ড লিঙ্কের শেষ তারিখ ৩০ জুন। জানিয়ে রাখি, সরকার এই কার্য করছে কারণ এতে দেশের সমস্ত মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছাচ্ছে কিনা তা আরো সহজে বোঝা সম্ভব।
এর আগে শেষ তারিখ ঘোষণা করা হয় ৩১ ডিসেম্বর। পরে সেটি বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। এবার সেই সময়কেও বাড়িয়ে জুন অবধি টেনেছে সরকার। উল্লেখ্য, ওয়ান নেশন-ওয়ান রেশন ঘোষণার পর থেকেই, কার্ড এবং আধারের সংযুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ফলে সারাদেশের যেকোন জায়গায় গেলেই রেশন তুলতে পারবেন আপনি।
কীভাবে আধার-রেশন কার্ড লিঙ্ক করবেন?
এজন্য প্রথমে আপনাকে রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পোর্টালে যেতে হবে। এরপর কার্ডের সাথে আধার লিঙ্ক নির্বাচন করুন। রেশন কার্ড নম্বর লিখেপর সেখানে আধার কার্ড নম্বর দিন। এরপর নিবন্ধিত মোবাইল নম্বর লিখলেই একটি ওটিপি আসবে। সেটি দাখিল করলেই রেশন এবং আধারের সংযুক্তি পূর্ন।