দিনে ১৮ ঘণ্টা কাজ করা নিয়ে মুখ খুললেন রতন টাটার তরুণ ম্যানেজার, দিলেন স্পষ্ট জবাব

সম্প্রতি, বোম্বে শেভিং কোম্পানির সিইও শান্তনু দেশপান্ডে লিঙ্কডইনে তার বিতর্কিত পোস্ট ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন‌। তিনি নিজের পোস্টে লিখেছিলেন যে, ফ্রেশারদের দিনে ১৮ ঘন্টা কাজ করতে হবে। এবার সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই রতন টাটার (Ratan Tata) ম্যানেজার শান্তনু নাইডু (Shantanu Naidu) নিজের মতামত শেয়ার করেছেন।

দিনে ১৮ ঘন্টা কাজ, এই দাবি শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মানুষ। এবার সেই স্রোতেই গা ভাসিয়েছেন শিল্পপতি রতন টাটার ম্যানেজার শান্তনু নাইডু। সম্প্রতি একটি ভিডিওতে নিজের মতামত শেয়ার করেছেন তিনি।

একটি ভিডিয়ো বার্তায় শান্তনু নিজের চিন্তাভাবনা শেয়ার করেন। তিনি বলেন, “এই টক্সিক সংস্কৃতির প্রধান সমস্যা হল যে, এর ফলে কোনও ব্যক্তির মূল্য কেবল তার কৃতিত্ব এবং উৎপাদনশীলতায় নেমে আসে। আমি মনে করি মানুষ হিসাবে আমরা এর চেয়ে অনেক বেশি মূল্যবান।” ২৮ বছর বয়সী শান্তনুর কথায় সহমত যুবসমাজও।

তিনি বলেছিলেন যে, “আমি মনে করি দিনশেষে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আর ভালোবাসাটাই গুরুত্বপূর্ণ। যেটা এই কাজের চক্করে অনেক পেছনে ফেলে দিই আমরা। এই সম্পর্ক আর ভালোবাসাই আমাদের মানুষ করে তোলে। তরুণ প্রজন্মের জন্য কিন্তু এতো কাজের পেছনে ছোটা ভালো নয়। এটা সম্পূর্ণ আমার মতামত।”

সবশেষে শান্তনুর পরামর্শ, ‘যারা দিনে ১৮ ঘণ্টা কাজ করতে চান, তাঁরা তা করতেই পারেন। কিন্তু যুবসমাজের কাছে তা প্রচার করা খুব একটা ভাল কাজ নয়। আমাদের বুঝতে হবে যে, কেবলমাত্র কারও কাজ দিয়েই তার পরিচয় তৈরি হয় না। দিনের শেষে আমাদের সম্পর্ক, ভালবাসা এবং অন্যদের জন্য আমাদের অবদানই আমাদের পরিচয়। আজ আমি কতটা কাজ করেছি, তাই দিয়ে আমার মূল্যায়ন হবে না।’

ratan tata shantanu

শান্তনু নাইডুর কথা বললে সম্প্রতি গুডফেলো নামে এক স্টার্টআপ চালু করেছেন তিনি। তরুণদের সঙ্গে বয়স্ক, একা থাকা ব্যক্তিদের সংযুক্ত করে এই সংস্থা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button