বড়সড় সিদ্ধান্তের পথে টাটা গ্রুপ, প্রভাব পড়বে লক্ষ লক্ষ মানুষের জীবনে!

এবার এক বড়সড় পরিবর্তন করতে চলেছে টাটা গ্রুপ (Tata Group)। আর টাটা গ্রুপের এই সিদ্ধান্তের প্রত্যক্ষ প্রভাব পড়বে মানুষের ওপর। টাটা গ্রুপের অধীনে একসাথে অনেক গুলো কোম্পানি লিস্টেড রয়েছে মার্কেটে। সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে যে, এবার সেই লিস্টেড কোম্পানির সংখ্যা কমাতে চলেছে টাটা গ্রুপ।

দেশের শীর্ষ প্রতিষ্ঠান টাটা গ্রুপের প্রতি মানুষের আস্থা অন্যান্য কোম্পানির চেয়ে অনেকটাই বেশি। এবার টাটা গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে তাদের লিস্টেড কোম্পানি কমিয়ে ফেলার। বর্তমানে শেয়ার বাজারে টাটাদের তালিকাভুক্ত মোট কোম্পানির সংখ্যা ২৯টি। যা তারা আগামী দিনে কমিয়ে ফেলতে চাইছে।

মার্কেটে এতগুলো কোম্পানি না রেখে তার সংখ্যা ২৯ থেকে কমিয়ে ১৫ টি করার পরিকল্পনা করেছে টাটা গ্রুপ। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি টাটা গ্রুপের পক্ষ থেকে। কিন্তু জানা যাচ্ছে শীঘ্রই এইরকমই কিছু সিদ্ধান্ত নিতে পারে তারা।

বর্তমান সময়ে টাটা গ্রুপের মোট মার্কেট ক্যাপিটাল রয়েছে ২৫৫ বিলিয়ন ডলার। আর সেখান থেকে তাদের রাজস্ব আদায়ের পরিমাণ ১২৮ বিলিয়ন ডলার। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা যদি ২৯ হয় তাহলে তালিকাবিহীন কোম্পানি রয়েছে ৫ ডজন। এছাড়া তাদের ১০০টি সহায়ক সংস্থাও রয়েছে।

তবে এই প্রক্রিয়া আজকের নয়। বিগত ২০১৭ সাল থেকেই কোম্পানি বেশ কতকগুলো কোম্পানিকে একীভূত করার কাজ করছে। যেমন টাটা গ্রুপের সমস্ত ইস্পাত ব্যবসাকে টাটা স্টিলের সাথে একীভূত করেছে। এছাড়া টাটা তাদের কফি কোম্পানিগুলোকে কনজিউমার প্রোডাক্টে একীভূত করেছে।

tata power 1658831638107 1658831638956 1658831638956

এছাড়া ২০১৮ সালে কোম্পানি তাদের সমস্ত মহাকাশ এবং প্রতিরক্ষা ব্যবসাকে টাটা অ্যারোস্পেস এবং প্রতিরক্ষায় একীভূত করেছে। ভবিষ্যতে ঠিক এরকমভাবে দুই বা তার বেশি কোম্পানি মিলিয়ে একটি কোম্পানি তৈরি করতে পারে তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button