রতন টাটার মুকুটে জুড়ল নতুন পালক! ভারত নয়, এবার এই দেশে পেলেন সবথেকে বড় সম্মান

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ঘোষণা করেছেন যে, ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা (Ratan Tata) পেলেন সে দেশের ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ সম্মান। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার জন্য এবং সেইসাথে বাণিজ্য, বিনিয়োগ এবং পরোপকারের জন্য এই সম্মান পেয়েছেন তিনি।
ভারত এবং অস্ট্রেলিয়ার সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য অবদানের কারণে গভর্নর জেনারেলের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, অর্ডার অফ অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে (AO) একজন অনারারি অফিসার হিসেবে নিয়োগের সাথে তিনি আনুষ্ঠানিক জাতীয় স্বীকৃতি পাওয়ার যোগ্য। এই বিষয়ে ট্যুইট করেছেন ভারতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও’ফারেল।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার ট্যুইট করে লিখেছেন, “অস্ট্রেলিয়া-ভারত সম্পর্কে, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং পরোপকারের জন্য সেইসাথে বিশিষ্ট পরিষেবার জন্য শ্রী রতন টাটাকে অর্ডার অফ অস্ট্রেলিয়া (AO) এর অনারারি অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছে”। আসলে দুই দেশের সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ছিল রতন টাটার।
Delighted at the 🇦🇺 Governor-General’s announcement to appoint Mr Ratan Tata @RNTata2000 an Honorary Officer in the Order of Australia (AO) for distinguished service to the 🇦🇺🇮🇳relationship, particularly to trade, investment & philanthropy. https://t.co/xSuj81GTS3 #ItsAnHonour pic.twitter.com/XKx6sPMkG8
— Barry O’Farrell AO (@AusHCIndia) March 17, 2023
২০২২ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষর হওয়া বাণিজ্যিক চুক্তিতে গুরুত্বপূর্ন ভূমিকা ছিল টাটা গ্রুপের পূর্ব চেয়ারম্যানের। এছাড়া দেশের অন্দরে উন্নয়নকে সমর্থন করার জন্য এবং স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জল, কৃষি, পরিবেশ ও শক্তি, সামাজিক ন্যায়বিচার, ডিজিটাল রূপান্তর, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সহ বিস্তৃত ক্ষেত্রে সুযোগ তৈরি করার জন্য এই পুরষ্কার পেয়েছেন রতন টাটা।
উল্লেখ্য, ভারতীয় কোম্পানিদের মধ্যে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশী বিনিয়োগ করেছে TCS। ১৯৯৮ সালে সেদেশে প্রবেশ করার পর থেকে ১৭০০০ কর্মচারীকে কাজ দিয়েছে টিসিএস। যা কিনা যেকোন ভারতীয় সংস্থার মধ্যে সর্বোচ্চ। এছাড়া সেদেশের মানুষের স্বার্থেও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।
তবে এই প্রথম না, এর আগে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অফ বিজনেস ডিগ্রি সহ ব্যবসা, শিল্প, প্রকৌশল, নেতৃত্ব, সংস্কৃতি এবং শান্তিতে তার অবদানের জন্য অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার এবং প্রশংসা পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো অর্ডার অফ অস্ট্রেলিয়া।