চুটিয়ে করছেন প্রেম! বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালেন রঞ্জিত মল্লিক-অপরাজিতা আঢ্য

প্রেমের আবার কোনো বয়স হয় নাকি! প্রেমের চক্করে পড়ে মানুষ হেন কোন কাজ নেই যা পারেননা। তবে টলিউডের সৎ দাদা, নির্ভীক পুলিশ অফিসার এবং দায়িত্ববান বাবার চরিত্রে অভিনয় করা রঞ্জিত মল্লিকও (Ranjit Mallick) যে, এই বয়সে এসে প্রেমের চক্করে পড়তে পারেন সেটা অনেকের হজম হচ্ছেনা। তিনি আবার প্রকাশ্য রাস্তায় প্রেম করে বেড়াচ্ছেন!
টলিডিভা অপরাজিতা আঢ্যর (Aparajita Auddy) সাথে নিবিড় প্রেমে লিপ্ত হয়েছেন রঞ্জিত মল্লিক। একদম খোলা রাস্তায়! আর সেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে। কাওকে তোয়াক্কা না করে প্রেম করে বেড়াচ্ছেন তারা। প্রেমদিবসের দিন একত্রে প্রেম নিবেদন করছিলেন তারা।
এদিকে দুজনেরই সন্তান, সন্ততি রয়েছে। তাহলে লোকলজ্জার মাথা খেয়ে এদিকে সেদিকে চরে বেড়াচ্ছেন কীভাবে? আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটি কিন্তু মোটেই না। তারা আসলে প্রেম করছেননা, আসন্ন ‛লাভ ম্যারেজ’ (Love Marriage) সিনেমাতে একসাথে অভিনয় করবেন। আর সেজন্যই এমন মাখো মাখো প্রেমে মাততে দেখা গিয়েছে তাদের।
এবার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন যে, অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটাও ভেঙে গিয়েছে। এজন্যই অঙ্কুশ সেরকম পোস্ট করছিলেন কয়েকদিন আগে। ট্রেলারে দেখা যাচ্ছে যে, ঐন্দ্রিলাকে ভালোবেসে বিয়ে করতে চাইছেন অঙ্কুশ। কিন্তু তাতে বিরাট আপত্তি অঙ্কুশের বাবা রঞ্জিত মল্লিকের! তিনি কিন্ত এই প্রেম বস্তুটাকে মোটেই পছন্দ করেননা।
ওদিকে অঙ্কুশের মামা আশ্বাস দেন যে, দু-তিনটে মেয়ে দেখার পরই ঐন্দ্রিলাকে (সিনেমায় নাম সায়ন) পাত্রী হিসেবে হাজির করবেন তিনি। আর সেই পাত্রী দেখতে গিয়েই যত কান্ড। দুই প্রাক্তন একে অপরকে দেখে একদম অবাক। এরপর দেখা যাচ্ছে, চুলোয় গেল ছেলে-মেয়ের বিয়ে! দুই প্রক্তনে মিলে দিব্যি এদিক ওদিক চরে বেরিয়ে প্রেম করছেন! আর এই লাভ ম্যারেজ নিয়েই যত সমস্যা। বাকি তথ্য জানতে হলে দেখতে হবে পুরো সিনেমা।