প্রতীক্ষার অবসান! দীর্ঘদিন পর Zee Bangla-য় ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী, খুশি দর্শকরা

সিনেমা (Cinema) হোক বা সিরিয়াল (Tv Show) কিছু অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ের ছাপ আমাদের সকলের মধ্যে থেকে যায়। কিছু কিছু সিরিয়াল রয়েছে যেগুলি দেখলে মনে হয় যে এগুলোই তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো, আবার কিছু কিছু সিরিয়াল এমনও আছে যেগুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমাদের সকলেরই মন খারাপ হয়ে যায়।

   

তেমনই একটি সিরিয়াল ছিল রানী রাসমণি (Rani Rashmoni)। এটি জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত হতো। দীর্ঘ পাঁচ বছর চলার পর এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়। এই সিরিয়ালের হাত ধরে একাধিক তারকা শিরোনামে উঠে এসেছিলেন যার মধ্যে অন্যতম ছিলেন নাম চরিত্র দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। রানী রাসমণি সিরিয়াল দিতিপ্রিয়া রায়কে একটি আলাদা শিখরেই পৌঁছে দেয়। এই সিরিয়াল তাকে গগন চুম্বী সফলতা এনে দিয়েছিল।

যদিও এখন তাকে কোনো রকম সিরিয়ালে দেখা যায় না। বর্তমানে তিনি একের পর এক সিনেমা ওয়েব সিরিজ করে সকলকে চমকে দিচ্ছেন। তবে কি আর একেবারেই তিনি সিরিয়ালে ফিরবেন না? এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর মন্তব্য শুনে একপ্রকার সকলেই চমকে উঠেছিলেন।

দিতিপ্রিয়া কে নিয়ে ছোট পর্দার প্রেমীরা এক প্রকার মধ্যে থাকেন তিনি একসময় বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে নয়নের মণি হয়ে উঠেছিলেন। রানী রাসমণি সিরিয়ালের দিতিপ্রিয়া রায়ের বিখ্যাত ডায়লগ ‘রক্ষে করো রঘুবীর’ সকলের মনে ধরেছিল। তবে বেশ কিছু সময় হয়ে গেল তাকে আর কোনরকম বাংলা সিরিয়ালে দেখা মিলে না যদিও এবার কানাঘুষা শোনা যাচ্ছে নতুন করে ছোট পর্দায় দেখা যেতে পারে রানী রাসমণি খ্যাত এই অভিনেত্রীকে। সত্যিই কি তাই?

ditipriya roy

এই বিষয়ে অভিনেত্রী দ্বিতিপ্রিয়া জানিয়েছেন, “ভালো চরিত্র পেলে অবশ্যই ফিরবো। ফিরব না এই কথাটা একেবারেই ঠিক নয়। তবে মনের মতো চরিত্র না পেলে এই মুহূর্তে ফিরব না।” শোনা যাচ্ছে, জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউজের হাত ধরেই আবার বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন দিতিপ্রিয়া রায়।