দাদা নয় এই বাঙালির বায়োপিকে কাজ করছেন রণবীর! সৌরভের মন ভেঙে বয়ান অভিনেতার

সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) জীবনী নিয়ে বায়োপিক করার কথা চলছে বহুদিন ধরেই। কানাঘুঁষোয় শোনা যাচ্ছিল এই বায়োপিকে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আবার সম্প্রতি অভিনেতা কলকাতা আসার কারণে এই গুঞ্জন আরো বিরাট রুপ ধারণ করে। যদিও পরে স্পষ্ট হয়ে যায় যে, রণবীর নিজের সিনেমার প্রমোশন করতে এসেছিলেন।

গতবছরই নিজের বায়োপিকের খবর ফাইনাল করেন সৌরভ গাঙ্গুলি। তখন বায়োপিকের খবর প্রকাশ্যে আসতেই দাদার চরিত্রে কে অভিনয় করবেন তাই নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়। এরইমধ্যে খবর আসতে থাকে যে, রণবীর কাপুরই অভিনয় করবেন মহারাজের চরিত্রে। বিশেষ করে দুজনকে এক ফ্রেমে দেখার পর এই জল্পনা আরও বেড়ে যায়।

এবার অবশ্য সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি তিনি জানিয়ে দেন যে এমন কোনও অফার তার কাছে এখনো আসেনি। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এমন উত্তর দেওয়ায় বেশ অবাকই হন তিনি। উল্টে তিনি কিশোর কুমারের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।

ranbir kapoor 1677147805126 1677317853831 1677317853831
রণবীর বলেন যে, “দাদা (সৌরভ গাঙ্গুলি) আমাদের দেশের একজন জীবন্ত কিংবদন্তি। আর তার বায়োপিকে অভিনয় করতে পারা আমার কাছে একটা গর্বের ব্যাপার হবে। কিন্তু আমি সত্যি বলছি যে তেমন কোনও অফার আমার কাছে এখনো পর্যন্ত আসেনি।”

একইসাথে অভিনেতা আরো জানান, “আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের ওপর কাজ করছি এবং সেটাই আমার পরবর্তী প্রজেক্ট হতে চলেছে। আমি যতদূর জানি আপনারা যে দাদার বায়োপিকের কথা বলছেন সেই গল্পের এখনো স্ক্রিপ্ট লেখাই সম্পূর্ণ হয়নি।”

উল্লেখ্য যে, রণবীর কাপুর এখন নিজের পরবর্তী সিনেমা ‘তু ঝুটি, ম্যায় মক্কার’ সিনেমার প্রচারে নিয়ে চরম ব্যস্ত। ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করছেন তিনি। আগামী ৮ তারিখ মুক্তি পাবে সিনেমাটি

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button