অটো চালক থেকে বলিউডে পা, অমিতাভের নকল করে পান ৫০ টাকা! এভাবে বদলে যায় রাজুর জীবন

চলে গেলেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। সারাজীবন হাসিয়েছেন মানুষকে, কিন্তু শেষ মুহূর্তে অনুরাগীদের কাঁদিয়ে পাড়ি দিয়েছেন পরপারের উদ্দেশ্যে। গত এক মাস ধরে হাসপাতালে যমে মানুষে লড়াই করে শেষে হার মানতে বাধ্য হন তিনি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। বিখ্যাত এই কমেডিয়ান কে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার জীবনের কিছু অংশ তুলে ধরছি আপনাদের সামনে।

সালটা ২৫ শে ডিসেম্বর ১৯৬৩, কানপুরের বিখ্যাত কবি রমেশ চন্দ্র শ্রীবাস্তব-এর বাড়িতে জন্মগ্রহণ করেন রাজু। বাবা কবি হওয়ায় জন্ম থেকেই কবিতার প্রতি টান অনুভব করেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই জানান যে, নিজের জন্মদিনে সবার সামনে কবিতা আবৃত্তি করতেন তিনি। সেই শুরু, তারপর থেকে মানুষের সামনে কথা বলার জন্য ভয় পাননি কোনোদিনই।

১৯৮২ সালে তিনি পা দেন স্বপ্ননগরী মুম্বাইতে। জীবনের সংগ্রামের শুরু তখন থেকেই। জীবিকা নির্বাহের জন্য শুরু করেন অটো রিকশা চালাতে। আর সেই সময় অনিল কাপুরের ছবি তেজাব-এর মাধ্যমে বলিউডের রঙিন দুনিয়ায় পা রাখেন তিনি। ছবিতে কমেডি চরিত্রে ভালো অভিনয় করার দরুণ বেশ নামডাক হয় তার। এরপর সলমন খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-তে একটি ছোট চরিত্রে অভিনয় করেন তিনি।

পরবর্তীতে বলিউড বাদশাহ শাহরুখের ‘বাজিগর’ সিনেমাতেও এক কলেজ ছাত্রের চরিত্র অভিনয় এর সুযোগ হয় তার। এছাড়াও আরো কিছু ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় এর সুযোগ পেয়ে যান তিনি। অনেকজনের সাথে অভিনয় করলেও রাজু শ্রীবাস্তব নিজে অমিতাভ বচ্চনকে খুব ভালোবাসতেন। ‘শোলে’ ছবির পর তিনি বচ্চনের ডাই হার্ড ভক্ত হয়ে ওঠেন এবং অমিতাভ বচ্চনের নকল করতে থাকেন। দারুণ নকল করার জন্য ৫০ টাকা পুরষ্কার হিসেবেও পান তিনি।

দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, কিন্তু কোন বড় ব্রেক মিলছিল না তার। কিন্তু কথায় আছে ‘সবুরে মেওয়া ফলে’, আর ঠিক তেমনটাই হলো তার সাথে। ২০০৫ সালে স্টার ওয়ানের বিখ্যাত শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করেন তিনি। সেই শো তার জীবন পুরোপুরি বদলে দেয়। তিনি বিখ্যাত হয়ে ওঠেন গজোধর ভাইয়া নামে। সারা ভারত এখন তাকে সেই নামে চেনে।

raju srivastav

দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ জিততে পারেননি তিনি। এই শোতে রানার আপ হন রাজু শ্রীবাস্তব, কিন্তু তার জীবনে আমূল পরিবর্তন আসে। ভারতের জনমানসের মধ্যে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। এরপর আর তাকে ঘুরে তাকাতে হয়নি। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের পর রাজু শ্রীবাস্তব ভারতের বিখ্যাত রিয়েলিটি শো ‘বিগ বস’ এর সিজন-3 তে অংশগ্রহণ করেন। তারপর কমেডি শো মহামুকবালা সিজন 6, নাচ বলিয়ের মতো শোতে দেখা যায় তাকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button