বেতন ২৫.৭৫ কোটি টাকা, তবুও অবলীলায় চাকরি ছাড়লেন TCS-র CEO! কারণ জানলে অবাক হবেন

দেশের বড় সফটওয়্যার সার্ভিস কোম্পানির কথা বললে সবার আগে টাটাদের (Tata Group) টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) এর কথা সামনে আসবে। সেখানে চাকরি পাওয়া কোনো চাট্টিখানি ব্যাপার নয়। অনেক প্রতিযোগিতা করে চাকরি মেলে সেখানে। উঠতি ইঞ্জিনিয়ারদের পছন্দের স্থান TCS। যদিও অনেক কর্মীই তাদের বেতনক্রম নিয়ে খুশি নন। তবে সদ্যই সেই নিয়ে বেশ বড় এক খবর সামনে এসেছে।

TCS এর CEO রাজেশ গোপীনাথন (Rajesh Gopinathan) তার ইস্তফা দেওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে এসেছেন। কিন্তু তার বেতন জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারাও। তিনি ইস্তফা দিলেও তার স্যালারি অবাক করেছে সবাইকে। তার গত এক বছরের উপার্জন ২৫.৭৫ কোটি টাকা! কিন্তু তারপরেও কেন ইস্তফা দিলেন তিনি?

বিষয় হলো রাজেশ গোপীনাথনের মূল বেতন হলো ১.৫ কোটি টাকা। ভাতা রয়েছে ২.২৫ কোটি টাকার। কমিশন হিসেবে পেয়েছেন ২২ কোটি টাকা! ২০২১-২২ অর্থবর্ষেই এই রোজগার হয়েছে তার। সেই হিসেবে দৈনিক ৭ লক্ষ টাকা আয় করেছেন তিনি। তার আগের অর্থবর্ষে ২৬.৬% বেশি আয় করেন তিনি। এমতাবস্থায় তার চাকরি ছাড়ার খবরে বেশ অবাকই হয়েছেন দেশবাসী।

98747433 (1)

বিশেষ করে নির্দিষ্ট মেয়াদের বহু আগেই নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাজেশ গোপীনাথন। নিজেই জানান আসল কারণ সম্পর্কে, তিনি বলেন, “যখন সবকিছু ভালো চলছে তখনই শ্রেষ্ঠ সময় হল কাজ ছাড়ার। তাহলে নিজের কেরিয়ার সঠিক জায়গায় থাকে। উল্টে যদি আপনাকে সবাই বের করে দেওয়ার কথা ভাবেন, তখন আপনি কোণঠাসা হয়ে যাবেন। সেটা একদমই ঠিক সময় নয়।”

এই ঘটনায় TCS এর তরফে বলা হয়, “TCS-এর CEO তথা ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে রাজেশ গোপীনাথন ইস্তফা দিয়েছেন। তবে, সংস্থায় ক্ষমতার রদবদল ও পরবর্তী উত্তরসূরীকে বেছে নেওয়ার কাজে সাহায্যের জন্য তিনি আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত সংস্থায় থাকবেন।” আপাতত গোপীনাথনের জায়গায় নির্বাচন করা হয়েছে ব্যাংকিং, ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স বিজনেসের বর্তমান আন্তর্জাতিক প্রধান কৃতীবাসনকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button