রোদ-বৃষ্টির খেলা, রবিবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? বড় খবর দিল হাওয়া অফিস

আগামীকাল বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। আজ বাঙালিদের রান্নাপুজো। আজ বহু বাড়িতে পঞ্চ ব্যঞ্জন রাঁধা হবে। অনেকেই আছেন যারা আজকের মতো বিশেষ দিনে আত্মীয়দের করা নেমন্তন্ন রক্ষা করতে যান। আপনিও কি যাবেন? আজ রবিবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কোনও ধারণা আছে? বিগত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্তের জোড়া ফলা ও নিম্নচাপের দাপটে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ভারী বর্ষণ হয়। যদিও গতকাল থেকে আবারও একবার বৃষ্টি যেন উধাও হয়ে গিয়েছে। ফের ফিরে এসেছে ভ্যাপসা গরম, অস্বস্তিকর আবহাওয়া। যে কারণে নতুন করে শহরবাসী থেকে শুরু ককরে রাজ্যবাসীর রাতের ঘুম উড়ে গিয়েছে। এদিকে আগামীকাল বিশ্বকর্মা পুজো। অন্যদিকে আজ রবিবার। আজ কি আদৌ কোথাও বৃষ্টি হবে।

ছুটির দিন দেখা যাচ্ছে, আকাশ কখনো মেঘলা আবার কখনও রোদ ঝলমল করছে। বৃষ্টি কি হবে? এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি না হলেও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বৃষ্টি হবে। বইবে দমকা হাওয়া, দোসর হবে বজ্রবিদ্যুৎ।

এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস। তবে চিন্তা নেই, আগামীকাল সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন প্রবল বৃষ্টি হবে বঙ্গে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন। সেইসঙ্গে কমবে পারদ। বলা হচ্ছে, আগামী বুধবার অবধি এমন পরিস্থিতি বজায় থাকবে।

weather black cloud

অন্যদিকে উত্তরবঙ্গের কপালে এখনই বৃষ্টি নেই তেমন। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।