হাতে আর অল্প কিছুক্ষণ সময়! তারপরেই বজ্রবিদ্যুৎ সহ কাঁপিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয়

কালো মেঘ ঘনাচ্ছে রাজ্যের (West Bengal) আকাশে। ফুরফুরে হাওয়া বইছে। আপনিও যদি দুপুরে বা বিকেলের দিকে বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখুন আবহাওয়ার হল হকিকত।

নইলে বাইরে বেরিয়ে মহা বিপদে হয়তো পরে যেতে পারেন আপনিও। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা, এই তিনটের দাপটের জেরে মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে আবহাওয়া। গত দুদিন ধরে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) রেনি ডে-র পরিস্থিতি তৈরি হয়েছে। ঘনঘন বদল ঘটছে আবহাওয়ার। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটতে চলেছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

বিকেলের দিকেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে তিলোত্তমায়। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। যদিও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

rain kolkata weather

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট চললেও উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙ, দুই দিনাজপুরে। আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, আগামী দু-একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, এই দুই বঙ্গে পারদ পতন ঘটবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপে পরিণত। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের উপর দিয়ে বিহার পর্যন্ত।