একদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ। এদিকে গায়ে জ্বালা ধরানো রোদ উঠে গেছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে রাজ্যবাসীর। কখনো গরম কখনো ঠান্ডা এই দুইয়ের ঠেলায় জেরবার হয়ে গেছে রাজ্যবাসী জীবন। আবহাওয়ার ঘনঘন চোখ পাল্টির জেরে তাজ্জব বনে যাচ্ছেন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। আপনিও যদি ভেবে থাকেন দক্ষিণবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বৃষ্টি তাহলে একটু অপেক্ষা করুন। কারণ দুপুর হতেই আবহাওয়া নিয়ে বিরাট তথ্য জারি করল আলিপুর মৌসম ভবন।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে যাবে। এ কারণে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে কিন্তু বৃষ্টির হাত থেকে একেবারেই এখন রেহাই মিলছে না অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। আর জেলায় জেলায় আবারও বর্ষণের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
বিশেষ করে বিকেল হতেই রাজ্যের আবহাওয়া ঘুরতে চলেছে। শহর কলকাতা ও তার আশেপাশে জেলাগুলির আবহাওয়ার ব্যাপক বদল ঘটার আশঙ্কা রয়েছে। রবিবার সকাল থেকেই কখনো মেঘ কখনো রোদের দেখা মিলছে। দুপুর ১:৩০টা পেরোতেই কালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আকাশে। আশঙ্কা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঝেপে বৃষ্টি নামতে চলেছে সর্বত্র।
আর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলায় বৃষ্টি ধেয়ে আসছে। এই বৃষ্টি পরিমাণ হতে পারে হালকা থেকে মাঝারি। দক্ষিণবঙ্গের পাশাপাশি এই বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গেও। আজ বেশি বৃষ্টি হবে উত্তরের জেলা মালদায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।