আবহাওয়ার ব্যাপক মুডবদল, আজ দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলায় তুমুল তাণ্ডব! জারি হল অ্যালার্ট

আচমকাই যেন বদলে গেল আবহাওয়া। আজ শুক্রবার সকাল থেকেই আবহাওয়ার আলাদাই রূপ দেখল শহরবাসী থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মানুষজন। আজ সকলেরই ঘুম ভেঙেছে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া দেখে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল যে আজ থেকে আমূল বদলে যেতে পারে আবহাওয়া। কিন্তু কোথায় কী? উল্টে সকাল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে শহরজুড়ে। কর্মব্যস্ত দিনে সকালে বাড়ি থেকে বেরিয়ে সকলেই এক প্রকার বিপাকে পড়েছে। সে অফিসযাত্রী হোক বা স্কুল, কলেজের ছেলে মেয়েরা।

বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। বিগত কয়েকদিন ধরেই কখনও রোদ আবার কখনও বৃষ্টির খেলা চলছে। মুহূর্তে মুহূর্তে চোখ পাল্টি করছে রাজ্যের আবহাওয়া। আর যার মাশুল গুণতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজনকে। এদিকে আজ আচমকাই বদলে গেল হাওয়া অফিসের পূর্বাভাসও। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ শহর কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ অনেকটাই বাড়বে। সেইসঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ ও মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া।

ইতিমধ্যে একাধিক জেলার ক্ষেত্রে সতর্কতা অবধি জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বলা হয়েছে, আজ ও আগামী কয়েকদিন স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষেত্রে। এই জেলাগুলির মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেরও কিছু অংশে।

rain kolkata weather

যদিও মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টি হবে। তবে ৮ ও ৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কী সেই সুখবর? বলা হচ্ছে, শহরের পারদ অপেক্ষাকৃতভাবে কিছুটা কম থাকবে।

এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন।