রোদ উঠলেও শান্তি নেই, ফের বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট দিল IMD

সাইক্লোন ‘মিধিলি’র (Cyclone Midhili) আশঙ্কায় কাঁপছিল বাংলা (West Bengal)। শুধু বাংলা বললে ভুল হবে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ওড়িশা ভয়ে একপ্রকার কাঁটা হয়ে গিয়েছিল। যদিও এই সাইক্লোন মিধিলি আছরে পড়ে বাংলাদেশে (Bangladesh)। একপ্রকার তাণ্ডব চালিয়েছে এই সাইক্লোন।

   

cyclone midhili

ভারতের আবহাওয়া অধিদফতর (India Meteorological Department) জানিয়েছে, শুক্রবার বিকালে বাংলাদেশ উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় মিধিলি আজ ভোরে ‘গভীর নিম্নচাপ’ থেকে দুর্বল হয়ে ‘নিম্নচাপে’ পরিণত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আগামী ছয় ঘণ্টায় এটি আরও কমে ‘ওয়েল মার্কড লপোশার এরিয়া’ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে এসবের মাঝেই বাংলার আবহাওয়া নিয়ে বড় রকমের আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর, যা শুনে সকলেই চমকে গিয়েছে।

সাইক্লোনের মিধিলির রেশ কাটতে না কাটতেই একপ্রকার বাংলার ব্যাপক আবহাওয়ার রদবদল প্রসঙ্গে পূর্বাভাস দিল আলিপুর মৌসম ভবন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে রাজ্যগুলিতে শীতল আবহাওয়ার সাথে বৃষ্টি পাত হয়েছে এবং শনিবারও এটি অব্যাহত থাকতে পারে। এই শীতল আবহাওয়া থেকে বঞ্চিত হয়নি বাংলাও। কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মানুষজন আজ সকাল থেকেই নতুন করে ঠাণ্ডা  ঠাণ্ডা আবহাওয়ার অনুভূতি পেয়েছেন।

আজ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে বলে আশঙ্কা। এদিকে নতুন করে কলকাতার তাপমাত্রাও ২১ থেকে ২৩ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে বলে খবর।  যদিও এখনই কিন্তু দুর্যোগ কাটছে না বাংলার আকাশ থেকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। নতুন সপ্তাহে আবারও বাংলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল মৌসম ভবন। উত্তরবঙ্গ (North Bengal) খটখটে শুকনো থাকলেও ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal) একের পর এক জেলা।

rain kolkata weather

আগামী সোমবার অতি সামান্য থেকে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। যদিও বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে বলে পূর্বাভাস। এই বৃষ্টি চলবে আগামী বুধবার অবধি।