রেডি রাখুন ছাতা, আর কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি! জারি সতর্কতা

সকাল থেকেই মেঘলা আকাশ। যদিও মাঝে মধ্যে কালো মেঘ থেকে উঁকি দিচ্ছে সূর্য। গরম প্রবল মাত্রায় রয়েছে। বাইরে বেরোতে গেলেই যেন ত্বকে জ্বালা ধরছে। কবে এরকম ভ্যাপসা গরম থেকে রেহাই পাবেন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ? এর সদুত্তর নেই কারোর কাছে।

ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও পরিস্থিতি সেই যে কে সেই রয়ে যাচ্ছে। যদিও এরই মাঝে রাজ্যের আবহাওয়া নিয়ে দারুণ সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া যা বলেছে তা শুনে আপনারও মন ভালো হয়ে যেতে পারে বৈকি।

আলিপুর আবহাওয়া অফিস আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল ঝড়, বৃষ্টির পূর্বাভাস জারি করল। কলকাতা শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় প্রবল বর্ষণের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

দুপুর বা বিকেলের মধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তারইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উল্লেখিত জেলাগুলিতে প্রবল বর্ষণ হতে পারে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে মৌসম ভবন।

এছাড়া বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই জেলাগুলিতে কিছু একটা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সকলে। একের পর এক ঘূর্ণাবর্ত, মৌসুমী রেখার অবস্থান বয়ে আনতে চলেছে প্রবল ঝড়, বৃষ্টি বলে খবর। অন্যদিকে আজ ও আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।