খেলা শুরু! ভয়ঙ্কর রূপ নিল আবহাওয়া, একটু পরেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঝেঁপে বৃষ্টি

আবহাওয়াবিদদের আশঙ্কাই যেন সত্যি হতে চলেছে। কালো মেঘে ঢেকে গিয়েছে গোটা আকাশ। আজ সোমবার নবমীর সকাল থেকেই আবহাওয়ার (Weather) ব্যাপক রদবদল ঘটেছে। অনেকেই আছেন যারা সকালবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছেন। অনেকের কাছেই হয়তো ছাতা আছে, আবার অনেকের কাছেই হয়তো ছাতা নেই। যাদের কাছে ছাতা নেই তাদের জন্য রইল একটি খারাপ খবর।

   

ইতিমধ্যেই কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েও গিয়েছে। তবে আকাশের মতিগতি দেখে বোঝাই যাচ্ছে, এখনই ক্ষান্ত হবে না, আরো ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। নবমীর দুপুরে একদিকে যখন সকলে পুজোর আনন্দ মেতে উঠেছেন ঠিক তখনই দুপুরেই যেন নেমে এল সন্ধে।

একপ্রকার পুজোর শেষ লগ্নে এসে সবকিছু মাটি হয়ে যেতে পারে সকলের আনন্দ। আপনিও যদি আজ নবমীর বিকেলে বা সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য জেনে নিন বিকেল বা সন্ধ্যের দিকে আবহাওয়ার হাল হকিকত। আজ একের পর এক জেলায় দুপুরে পর বা বিকেলের দিকে বৃষ্টি নামতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু কিছু জেলায় আবার ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা ভালো আজও আগামী কয়েক দিন আবহাওয়া বড় রকমের খেলা দেখাতে চলেছে।

weather wb oct

বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেটি দাপটেই এখন মুষলধারে বৃষ্টি হবে আগামী কয়েক দিন বলে জানা যাচ্ছে। আজ পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, সেইসঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে আজ রয়েছে তুমুল বৃষ্টির আশঙ্কা। শুধু তাই নয়, উত্তরবঙ্গের একের পর এক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।