পঞ্চমিতে দুই জেলায় ঝেঁপে বৃষ্টি! গরম কমবে দক্ষিণবঙ্গে, আজকের আবহাওয়ার লেটেস্ট খবর

আজ পঞ্চমীর সকালটা সকলের রোদ ঝলমলে আকাশ দেখে শুরু হয়েছে। বর্তমানে দুর্গাপুজোর আনন্দে সকলে মেতে উঠেছেন। মহালয়ার পর থেকেই একপ্রকার রাস্তায় জনজোয়ার লক্ষ্য করা গিয়েছে। এদিকে দুর্গাপুজোর আবহে রাজ্যের আবহাওয়ায় যথেষ্ট পারদের ওঠানামা অবধি খেয়াল করা গিয়েছে।

   

দুপুরের দিকে অস্বস্তিকর আবহাওয়া, রোদ, নাছোড়বান্দা গরম চোখ রাঙালেও রাতের দিকে আমূল বদল ঘটছে আবহাওয়ার। এখন একটা চাদরেও যেন ঠাণ্ডা মানতে চাইছে না আর। আবহাওয়া একপ্রকার শুষ্ক হয়ে গিয়েছে। এহেন অবস্থায় সকলের একটাই প্রশ্ন, আজকেও কি বৃষ্টি হবে বাংলায়?

এদিকে আবহাওয়ার ঘনঘন রূপ বদলের বড় রকমের প্রভাব মানুষের স্বাস্থ্যে পড়ছে। ঘরে ঘরে এখন জ্বর, হাঁচি অব্যাহত রয়েছে। যাইহোক, আজ বৃহস্পতিবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা জানতে যদি আপনিও ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কারণ আজও আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যা শুনে আপনারও মুখ হা হয়ে যেতে পারে বৈকি।

এমনিতেই আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে আগামী সপ্তমীর দিন থেকেই আবহাওয়ার বদল ঘটতে শুরু করবে। এছাড়া নবমী ও দশমী কলকাতা, হাওড়া সহ একের পর এক জেলায় বৃষ্টি হবে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। এদিকে আজ পঞ্চমীর দিন পশ্চিমবঙ্গের (West Bengal) দুটি জেলায় বৃষ্টি হবে। তারপর সম্ভাব্য নিম্নচাপের জেরে নবমী এবং দশমীতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে আজ দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

3 weather

কিন্তু আপনি যদি উত্তরবঙ্গের (North Bengal) বাসিন্দা হয়ে থাকেন তবে আপনার জন্য রইল জরুরি খবর। আজ পঞ্চমী এবং আগামীকাল ষষ্ঠীতে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।