ঘর থেকে বেরোনোর আগে সাবধান, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় আর কিছুক্ষণেই বৃষ্টি! জারি অ্যালার্ট

হঠাৎ করেই যেন আবহাওয়ার বদল ঘটল শহর কলকাতায় (Kolkata)। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বইছে একটু হাওয়াও। তাহলে কি আজ থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামবে?

যদিও আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন অন্য কথা। তারা বলছেন, আগামী শনিবার থেকে বদল ঘটবে আবহাওয়ার। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) নতুন করে দাপট চলবে বৃষ্টি। যদিও আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস আজ নাও মিলতে পারে বলে মনে করছেন শহরবাসী।

কারণে আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে। হয় দুপুর নয়তো বিকেলের মধ্যে বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আপনিও যদি দুপুরে বা বিকেলে আসন্ন পুজোর কেনাকাটা করতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে ছাতা নিয়ে কিন্তু বেরোতে ভুলবেন না। কারণ ভুললেই ব্যাগপত্তর নিয়ে ভিজে যেতে পারেন।

আলিপুর আবহাওয়া দফতর সেপ্টেম্বর মাসের শুরুতেই শহরজুড়ে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যে কারণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিলোত্তমাবাসী। যদিও আজ বৃহস্পতিবার আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

thunderstorm wb weather

এর পাশাপাশি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। পাল্লা দিয়ে শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতাতেও। বর্তমান সময়ে একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত অবস্থান করছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের মতে, আজ দুপুরের পরপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলিতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।