দিঘা যাওয়া প্ল্যান থাকলে সাবধান, ভয়ঙ্কর খবর দিল আবহাওয়া দফতর! তোলপাড় হবে সৈকত

বাংলা সব থেকে বড় উৎসব দুর্গাপুজোটা মোটের উপর নির্ঝঞ্ঝাটভাবেই কেটেছে রাজ্যবাসীর। যদিও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নবমী থেকে দশমীর দিন একটু হলেও রাজ্যে বৃষ্টি হয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি শহর কলকাতাও।

   

যদিও একাদশে দিন থেকে নতুন করে আবহাওয়া বদলাতে শুরু করেছে। একটু একটু করে গুটি গুটি পায় বাংলায় ঢুকছে শীতল হাওয়া। আর এহেন আবহাওয়া দেখে সকলের একটাই অনুমান করছেন যে শীত আসতে আর বেশি দিন দেরি নেই। ইতিমধ্যেই অনেক বাড়িতেই পাখা বন্ধ হয়ে গিয়েছে। গায়ে মোটা জামা দিতে শুরু করেছেন বহু মানুষ। গায়ের সূর্যের তেজও এখন ধীরে ধীরে ভালো রাখতে শুরু করেছে মানুষের। সব মিলিয়ে বাংলার আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ সরে গিয়েছে এবং মনোরম আবহাওয়ার সাক্ষী থাকছেন সকলে।

আগামীকাল লক্ষ্মীপুজো। আর এই পুজোকে ঘিরে সকলের ব্যস্ততা এখন একদম তুঙ্গে রয়েছে। তবে আর শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ কালো হয়ে রয়েছে। আপনিও কি দীঘায় (Digha) ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে দাঁড়ান। জেনে নিন সেখানকার আবহাওয়ার হাল হকিকত। বাংলার অন্যান্য জেলায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দীঘায় এবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।

weather report

দীঘা থেকে শুরু করে কাঁথি, এগরা, হলদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের মতে, কাঁথি শহরের তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তমলুকে স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি গরম রয়েছে।