কখনো রোদ কখনো মেঘ…আজ সপ্তাহের শুরুর সকাল থেকে এমনই আবহাওয়ার খামখেয়ালি পনার সাক্ষী থাকলেন রাজ্যের মানুষজন। উৎসব প্রিয় বাঙালির একদম দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আবহে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া।
গরম তো রয়েইছে, তবে তার পাশাপাশি রয়েছে একটু স্বস্তিও। সেই জ্বালা ধরানো গরমটা ধীরে ধীরে যেন কমতে শুরু করেছে রাজ্যে। রাজ্যের হাওয়ায় হিমের পরশ স্পষ্ট। ফলে চড়া রোদ থাকলেও অনেকটাই স্বস্তি মিলছে। আপনারও কি দূর্গা পূজার শপিং করা বাকি আছে? আপনি কি আজকে বিকেলের দিকে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন? আদৌ জানেন রাজ্যের আবহাওয়া তথা শহরের আবহাওয়া কেমন থাকবে? যদি না জেনে থাকেন তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।
আলিপুর আবহাওয়া অফিস নতুন করে রাজ্যে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির দাপট বজায় থাকলেও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দাপট একপ্রকার এখন আর নেই বললেই চলে। রাজ্যের আবহাওয়া এখন যথেষ্টই ভালো। ভ্যাপসা গরম অনেকটাই কমেছে জেলায় জেলায়। আবহাওয়ারও অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি সাধারণ আম জনতার।
গোটা রাজ্যের মানুষ দুর্গাপুজোর আনন্দে একপ্রকার মেতে রয়েছেন। তবে আজ কিছু জেলার আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে দাবি করা হলো হাওয়া অফিসের তরফে । আজ বিকেলের পর কিছু জেলা যেমন মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে আজ বিকেলের দিকে কলকাতার আকাশে কালো মেঘ ছেয়ে থাকবে। ছিটেফোঁটা হলেও বৃষ্টি হতে পারে।
আগামী কয়েক দিন মূলত রাজ্যের আবহাওয়া এরকমই থাকবে। এদিকে আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, এদিন এবং মঙ্গলবার ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।