কখনো রোদ কখনো বৃষ্টি এই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলায় (West Bengal)। কখনো রাজ্যের পারদ এক ধাক্কায় বাড়ছে তা আবার কখনো এক ধাক্কায় কমেও যাচ্ছে। আবার এখানেও খামখেয়ালীপনাই মেনে নিতে পারছেন না মানুষ। কখনো ঝেঁপে বৃষ্টি হচ্ছে তো কখনো উবে যাচ্ছে বৃষ্টি। বৃষ্টি হোক বা না হোক আদ্রতাজনিত অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না।
এরই মাঝে আবহাওয়ার রদবদল নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণাবর্তের দাপট কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ। শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, গোটা উত্তরবঙ্গও (North Bengal) প্রবল বৃষ্টি সাক্ষী থাকতে চলেছে। বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আগামী কয়েক দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে যে কারণে উপকূলবর্তীয় এলাকা গুলিতে বৃষ্টির দাপট বাড়বে।
ইতিমধ্যেই একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে আজ কলকাতায় বিকেলের পরেই দফায় দফায় বর্ষণ হতে পারে বলে খবর শুধু কলকাতায় নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ব্যাপক রদবদল ঘটতে পারে আবহাওয়ার। ভ্যাপসা গরমের মধ্যেই ভিজতে পারে জেলার পর জেলা। আজ বিশ্বকর্মা পুজো, আর এই পুজোর আনন্দ মাটি করতে পারে নাছোড়বান্দা বৃষ্টি। অনেকেই আছে যারা বিকেলের দিকে বেরোনোর প্ল্যান করছেন কিন্তু প্ল্যান করার আগে মাথায় রাখুন আবহাওয়ার কথা।
শুধু বিশ্বকর্মা পুজোই নয়, গণেশ পুজোর আনন্দ মাটি হতে পারে সকলের। আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
অন্যদিকে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি আর কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। ২৩ তারিখ থেকে ব্যাপক চোখ পাল্টি করবে আবহাওয়া। অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দফায় দফায় বৃষ্টি হবে দার্জিলিং, কেচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।