ঘড়ির কাঁটা আড়েইটে পেরিয়ে গেছে। বাইরে তাকালে যেন চোখ ঝলসে যাচ্ছে। তীব্র গরমে একপ্রকার নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সকাল হোক বা বিকেল বাইরে বেরোনোর নাম শুনলেই যেন গায়ে জ্বর আসছে সকলের।
একদিনের মধ্যেই রাজ্যের (West Bengal) আবহাওয়ার (Weather) তুমুল পরিবর্তন ঘটেছে। আবার কবে ঝেঁপে বৃষ্টি আসবে সেই অপেক্ষায় রয়েছেন সাধারণ রাজ্যবাসী। আদৌ কি হবে আর বৃষ্টি? উঠছে প্রশ্ন। এরই মাঝে আবহাওয়ার ব্যাপক রদবদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ফলে আপনিও বাইরে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।
সকালের দিকে প্রবল রোদ থাকলেও এখন যতই দুপুর গড়াচ্ছে ততই যেন কালো মেঘে ঢাকছে আকাশ তবে কি বৃষ্টি হবে? শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি একাধিক জেলায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টির কারণে ফেরেনি স্বস্তি উল্টে বরং আরো অস্বস্তি বেড়ে গিয়েছে মানুষের। এদিকে শহর কলকাতার (Kolkata) ও আকাশ ঢেকেছে মেঘে তবে কি বৃষ্টি নামতে পারে শহরে আর কিছুক্ষণের মধ্যেই কিবা বলছে আবহাওয়া দফতর?
আলিপুর মৌসুম ভবন সূত্রে খবর, বিকেলের দিকে তিলোত্তমায় ছিটেফোঁটা বৃষ্টি নামলেও নামতে পারে। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে ফলে কাল ঘাম ছুটতে পারে মানুষের। হাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবার এবং বুধবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।
তবে একটি সুখবর রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে।