আকাশে বাতাসে পুজোর গন্ধ। দুর্গাপুজোকে সামনে রেখে ইতিমধ্যে সেজে উঠছে শহর থেকে জেলা। প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। যদিও মাঝে মধ্যে বিপদ হয়ে দাঁড়াচ্ছে নাছোড়বান্দা বৃষ্টি। ইতিমধ্যে অনেকেই পূজোর শপিং শুরু করে দিয়েছেন। যদিও শপিংয়ে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েছেন, কারণ ‘বিন বুলাই মেহমানের মতো’ আচমকাই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে।
আপনিও কি আজ বিকেলের পর শপিংয়ে বেরোনোর পরিকল্পনা করছেন? আদৌ জানেন বিকালের পর রাতের আবহাওয়া কেমন থাকবে? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দুপুরের পর বা বিকেলের মধ্যেই তুমুল বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আজ দুপুর গড়ানোর পরেই ব্যাপক বৃষ্টির দাপট চলবে রাজ্যজুড়ে। বর্তমান সময়ে একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং অন্য আর একটি নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। যে কারণে আর কিছুক্ষণের মধ্যে ঝড় জল হবে বলে খবর। ইতিমধ্যেই আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। ফলে আর কিছুক্ষণের মধ্যেই দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। সর্বত্র জারি করা হয়েছে সতর্কতা।
আজ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু আজকেই নয়, আগামীকালও জেলায় জেলায় বৃষ্টির দাপট থাকবে বলে আশঙ্কা রয়েছে।