নভেম্বর মাস পড়ে গেলেও ঠান্ডা যেন আসছে না, উল্টে ঘূর্ণাবর্তের কারণে বাংলা সহ দেশের অন্যান্য আজ্যে বৃষ্টি হচ্ছে। এদিকে গতকাল থেকে রাজ্যে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দুর্গাপুজোর সময়ে আচমকাই আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটেছিল। ধীরে ধীরে ঠাণ্ডা হতে শুরু করেছিল রাজ্যের আবহাওয়া। পুজোর সময়টা বেশ মনোরমভাবেই সকলের কেটেছিল।
যদিও রাজ্যবাসীর এই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ ঠান্ডা আবহাওয়ার মাঝে পথে কাঁটা হয়ে দাঁড়ালো নাছোড়বান্দা বৃষ্টি। শীত কি তবে পড়বে না? কবে থামবে এই নাছোড়বান্দা বৃষ্টি? এই নিয়ে বড় রকমের তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর, যা শুনে আপনার চোখও কপালে উঠবে। সেইসঙ্গে আজ দুপুর বা বিকেলের পর রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়েও বড় রকমের আপডেট দিয়েছে হাওয়া অফিস।
আজ শনিবার ও আগামী কয়েকদিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার ছুটির দিনেও রাজ্যের এইরকম পরিস্থিতিই থাকবে। মেঘে ঢেকে থাকবে আকাশ। দিনের বেলায় গরম লাগলেও রাতের দিকে খানিকটা হলেও শীত শীত অনুভূতি হতে পারে আপনার।
অক্টোবর মাসের শেষের দিকে আবহাওয়ার মতিগতি দেখে মানুষ আশা করতে শুরু করেছিলেন যে এবার হয়তো বেশ জাঁকিয়ে এবং সময়ের আগেই শীত পড়বে বাংলায়। কিন্তু সেগুরে বালি। নভেম্বর মাস পড়তে না পরতেই শীতের আমেজ কার্যত উধাও হয়েছে কার্যত বাংলা থেকে। যে কারণ মন খারাপ বাংলার মানুষের। যদিও এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পরেই ফের একবার হু হু করে নামতে শুরু করবে বাংলার পারদ। সোমবার থেকেই বদল ঘটতে শুরু করবে আবহাওয়ার। মঙ্গলবার থেকে পারদ নামবে কলকাতা সহ রাজ্যের একের পর এক জেলায়। এদিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের একটু বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর মৌসম ভবন।