হয়ে যান সাবধান, একটু পরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টি! জারি হাই অ্যালার্ট

কালো মেঘে ঢেকে গেল গোটা আকাশ। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলার পাশাপাশি কলকাতা (Kolkata) শহরের আকাশও কালো মেঘে ঢেকে গিয়েছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যে কারণে রাজ্যের একের পর এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

   

wb weather rain

একপ্রকার নিম্নচাপের ঠেলায় জেরবার হতে চলেছে রাজ্যের একের পর এক জেলা। এদিকে নিম্নচাপের কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। তবে রাতের তাপমাত্রা নিম্নমুখীই থাকছে সব জায়গায়। আজ বিকেলের দিকেই অনেক জায়গায় বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানেন? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে,
পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন হাওড়া , হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবনের বিজ্ঞানীরা। ইতিমধ্যে কিছু জেলায় কমলা এবং হলুদ সর্তকতা অবধি জারি করা হয়েছে।

rain kol weather

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? তাহলে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আগামী রবিবার থেকেই ফের একবার রাজ্যের তাপমাত্রা হু হু করে নামতে চলেছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টি হবে না বলে সব জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মালদা মূলত শুষ্কই থাকবে।