ঘর থেকে বাইরে বেরোতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে গেল কলকাতাবাসী (Kolkata) থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের। ছাতা সঙ্গে না থাকলে চড়া রোদ মাথা ঘুরিয়ে দেবে যে কারোরই। সকলের ফের প্রশ্ন, বৃষ্টি কোথায় গেল?
বিগত কয়েকদিন ধরে তোলপাড় করা আবহাওয়ার সাক্ষী থেকেছিলেন মানুষ। টানা বৃষ্টির কারণে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল সকলের। কাদা, জল, সব মিলিয়ে ম্যাচাকার অবস্থা হয়ে গিয়েছিল। তাও শান্তি ছিল পারদ নিয়ে। টানা বৃষ্টি হওয়ার ফলে অনেকটাই পারদ পতন ঘটেছিল জায়গায় জায়গায়, কিন্তু শনিবার হতে চিত্রটাই যেন বদলে গেল। কাঠফাটা রোদ উঠেছে বাইরে। সকলের একটাই প্রশ্ন, বৃষ্টি কি ফের তাহলে বিদায় জানালো?
যদিও এই নিয়ে বড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। যা শুনে আপনার মুখে মাছি ঢুকে যেতে পারে বৈকি। শহর, গোটা রাজ্যের আবহাওয়া নিয়ে কি বলছে আলিপুর মৌসম ভবন? আজ বিকেলের আবহাওয়া কেমন থাকবে? বলা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বৃষ্টি ধেয়ে আসছে। সঙ্গী হবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ।
এমনিতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপর চোখ রাঙাচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি৷ এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নয়া ঘূর্ণাবর্ত যে কোনও সময়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে৷ এরই মাঝে আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ফলে আপনিও যদি বিকেলের পর বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা সঙ্গে করে বেরোতে ভুলবেন না কিন্তু।