অস্ট্রেলিয়ার জন্য গোলকধাঁধা রচনা দ্রাবিড়ের! ফাইনালের আগে তৈরি টিম ইন্ডিয়ার এই ৭ বৃত্ত

ভারতীয় দল (India national cricket team) দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপের (Cricket World Cup) ফাইনালে জায়গা করে নিয়েছে। রবিবার তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিরোপা জয়ের ম্যাচে খেলবে। ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারত অসাধারণ খেলেছে। প্রাক্তন ক্রিকেটাররা স্বীকার করেছেন যে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে থাকা দল যেভাবে বিশ্বকাপে প্রতিটি দলকে পরাজিত করেছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। এবার ফাইনালেও একই পারফরম্যান্স করতে চাইবে টিম ইন্ডিয়া।

   

pitch rohit

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তারকা খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত দল প্রস্তুত করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। গুরু দ্রোণাচার্য যেমন মহাভারতে চক্রব্যুহ তৈরি করেছিলেন, বিশ্বকাপের আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও একই কাজ করে চলেছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে রাহুল দ্রাবিড়কে নিয়েও প্রচুর সমালোচনা হয়েছিল। পরপর দশটি ম্যাচ জিতে সমালোচকদের মুখ আপাতত তিনি বন্ধ করে দিয়েছেন। টিম ইন্ডিয়ার প্লেয়িং একাদশে এমন ৭ জন খেলোয়াড় রয়েছেন যারা চক্রের ৭টি বৃত্তের মতো। রাহুল দ্রাবিড়ের তৈরি করা এই চক্রব্যুহ ভেদ করা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হতে চলেছে।

অধিনায়ক রোহিত শর্মা প্রথম ১০ ওভারে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে একাই নাজেহাল করে দিয়েছেন গোটা টুর্নামেন্ট জুড়ে। প্রথম উইকেটে দলকে একশো রানের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন তিনি। বড় রানের ভিত তৈরি করার কাজ করছেন রোহিত। ওয়ান ডাউন হওয়ার পর রয়েছেন বিরাট কোহলি। যিনি একের পর এক সেঞ্চুরি করে ভেঙেছেন বহু রেকর্ড। তৃতীয় বৃত্তটি শ্রেয়াস আইয়ারের, যার ছক্কা প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ব্যাটিংয়ের এই তিনটি নায়ক প্রতিপক্ষ বোলারদের মনোবল ভেঙেছে প্রতি ম্যাচে।

rohit india wc

রান রক্ষা করার কাজে প্রথমেই এগিয়ে আসেন জসপ্রীত বুমরাহ। প্রতিপক্ষের ওপেনিং জুটিকে থিতু হওয়ার সময়টুকু দিচ্ছেন না তিনি। এরপর আসেন মহম্মদ শামি। কেরিয়ারের সেরা ফর্মে আছেন। সেমিফাইনালে একাই নিয়েছে সাত উইকেট। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার স্পিন মিডল ওভারে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারকে তুর্কি নাচন নাচাচ্ছে। এই চারজন বোলার মিলে নিয়েছেন ৭২ উইকেট।