আইসিসি ওয়ানডে বিশ্বকাপের (Cricket World Cup) ফাইনাল ম্যাচে ভারতকে (India) ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাঙ্গারু অধিনায়ক প্যাট কামিন্স। এরপর বোলারদের অসাধারণ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২৪০ রানে ভারতের ইনিংস থামিয়ে দেয় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারালেও ট্রেভিস হেডের সেঞ্চুরি দলকে এই লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে নেমেছিল ভারত। এরপর কেন ফাইনালেই ছন্দ পতন? সেই কারণ জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
এই ম্যাচে ভারতীয় দল খুব ভাল শুরু করেছিল। প্রথম ১০ ওভারে স্কোর ৮০ রানে পৌঁছেছিল। এর পরে অস্ট্রেলিয়ান বোলাররা রানের গতি পুরোপুরি কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। রোহিত শর্মা ও পরে বিরাট কোহলি ফিরে যাওয়ার পর চাপে পড়েছিল ভারত। ম্যাচের ১১তম ওভার থেকে ৪০তম ওভার পর্যন্ত মাত্র ২টি চার হাঁকিয়েছিল টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে এই পর্জিয় নিয়ে কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘শুরুতে পিচ খুবই স্লো ছিল, কিন্তু আমার মনে হয় আমরা খারাপ খেলিনি।’
রাহুলের মতে, ‘এই পিচে ২৮০ থেকে ২৯০ রানের স্কোর হলে ভালো হতো বলে অনেকে মনে করছেন। ২৪০ অনেকটা কম। আমরা যদি আরও ৩০-৪০ রান করতে পারতাম, তাহলে অস্ট্রেলিয়া দলের ওপর আরও চাপ পড়ত। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সুবিধা পেয়েছিলেন ব্যাটসম্যানরা। সুতরাং আমি মনে করি এই পিচ ভাল ছিল।’
রাহুল দ্রাবিড়ও রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে একটি বিবৃতি দিয়েছেন, ‘ রোহিত এই দলকে গড়ে তুলতে সময় এবং প্রচুর শক্তি ব্যয় করেছেন। যে কোনো ধরনের আলোচনার জন্য তিনি সব সময় প্রস্তুত থাকতেন। রোহিত প্রতিটি ম্যাচের শুরুতে আমাদের গতি এনে দিয়েছেন এবং ইতিবাচক ক্রিকেট খেলেছেন। নিজেও অসাধারণ ব্যাটিং করেছেন। একজন মানুষ এবং কোচ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। রোহিত দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব প্রদান করেছেন।’