এবারের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup) খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে আফগানিস্তান (Afghanistan)। অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে যায় আফগানিস্তান। এবার ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আফগানরা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ক্রিকেট প্রেমীদের মন জয় করেছে তারা। সেমিফাইনালে যাওয়ার খুব কাছেও এক সময় পৌঁছে গিয়েছিল দল। শেষ পর্যন্ত সেটা আর হয়নি। এরই মধ্যে আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) দীপাবলি উপলক্ষে এমন কিছু করেছেন, যা শুধু ভারত (India) নয়, গোটা বিশ্বের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য। রহমানুল্লাহ গুরবাজ গভীর রাতে ফুটপাথে ঘুমিয়ে থাকা লোকদের দীপাবলির উপহার দিয়েছেন।
রহমানুল্লাহ গুরবাজ যখন তাঁর গাড়িতে করে যাচ্ছিলেন, তখন তিনি কিছু অসহায় লোককে রাস্তায় ঘুমন্ত অবস্থায় দেখতে পান। এর পরেই গুরবাজ তাঁর গাড়ি থেকে নেমে দীপাবলি উপলক্ষে সমস্ত মানুষকে উপহার দিতে শুরু করেন। গুরবাজ তাঁর সঙ্গে ৫০০ টাকার কিছু নোট নিয়ে এসেছিলেন। রাস্তায় যারা ঘুমিয়েছিলেন তাঁদের সবার কাছে ৫০০ টাকার সেই নোট গুলো রেখে এসেছেন। দুঃস্থদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটার নিজেই যে উপহার দিয়েছেন তার চেয়ে ভালো দীপাবলি উপহার আর হতে পারে না।
গুরবাজ যখন দুঃস্থদের মধ্যে টাকা বিতরণ করছিলেন, তখন আরজে শাহ পেছন থেকে তাঁর একটি ভিডিও তৈরি করেছিলেন। ভিডিওতে দেখা যায়, গুরবাজ গাড়ি থেকে নেমে ফুটপাথে ঘুমিয়ে থাকা সবার সঙ্গে ৫০০ টাকার নোট রাখছেন এবং তারপর গাড়িতে উঠে নিঃশব্দে আবার চলে যান।
View this post on Instagram
এই ভিডিওটি গুরবাজের জন্য ভক্তদের ক্রিকেট হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভক্তরা গুরবাজের এই ভিডিওটি প্রচুর শেয়ার করছেন। এই ঘটনা থেকে প্রমাণ হল, তিনি মাঠে কেমন ভালো ক্রিকেট খেলেন, মাঠের বাইরে তেমনই একজন ভালো মানুষ।