টেলিভিশন কুইন বলা হয় তাকে। দীর্ঘ ১০ বছর ধরে টিভিতে রাজত্ব করছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। জি বাংলায় তার শো ‘দিদি নম্বর ওয়ান’ আজ বাংলার নম্বর ওয়ান শো। খেলার ফাঁকে অনেক তারকার ব্যক্তিগত জীবনের গল্প টেনে বের করে এনেছেন রচনা। কে কাকে মন দিয়েছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সবটাই খুঁচিয়ে বের করেন তিনি।
আর এবার দিদি নম্বর ওয়ান-র মঞ্চে প্রকাশ্যে এল অভিনেত্রী অনন্যা গুহ-র প্রেম। প্রসঙ্গত, এইদিন নিজের মায়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডু দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় খুব ভালো রকম অ্যাক্টিভ থাকেন এই শিল্পী। অনন্যার সাথে নানা ধরনের রিলসে দেখা যায় তার মুখ। তাই এইদিন সুকান্তকে সামনে পেয়ে সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করলেন রচনা।
এইদিন সুকান্তের মা শিখার উদ্দেশ্যে নায়িকার প্রশ্ন ছিল, ‘ছেলে আপনাকে প্রেম নিয়ে কিছু বলে না?’ জবাবে শিখাদেবী বলেন, ‘না আমাকে তো কিছুই বলে না। জানি না তো।’ রচনার জবাব, ‘আমি যতদূর জানি ওরা দুই বোন। আর ও ছোট বোনের সঙ্গে থাকে। আর তার নামটা A দিয়ে শুরু। বাংলাতে পাঁচটা অক্ষর। আপনি তাড়াতাড়ি যান বাড়িতে, গিয়ে বিয়ের ডেট ঠিক করুন।’
https://www.instagram.com/reel/CrsfWZUKBbU/?utm_source=ig_web_copy_link
রচনার এই বক্তব্যের পর সুকান্তর সলজ্জ জবাব, ‘ভেবেছিলাম একটু কনফিউশন রাখব, তুমি কিছুই রাখলে না’। এহেন কথোপকথন থেকে একটা কথা স্পষ্ট যে, অনন্যা গুহ আর সুকান্তর মধ্যেকার রোমান্স বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘লেটস বি কনফিউসড’ চ্যানেল থেকে ভ্লগিং করেন সুকান্ত। চ্যানেলের এমন নাম কেন? এই প্রশ্নের উত্তরে সুকান্ত জানালেন, ‘আমার জীবনটা এক কনফিউশন নিয়ে তৈরি। ছোটবেলা থেকে কী হব নিয়ে। শেফ হব ভেবেছি। তারপর ভাবলাম ফোটোগ্রাফার হয়ে যাই। তারপর ইঞ্জিনিয়র, তারপর কনটেন্ট ক্রিয়েটার। এখনও জীবনে কনফিউশন চলছে। কাল হয়তো অন্য কিছু করতে পারি।’
https://www.instagram.com/reel/Crk2IuUoXct/?utm_source=ig_web_copy_link
এদিকে অনন্যার কথা বললে, বেশ অল্প বয়সেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন নায়িকা। কেরিয়ার শুরু করেছিলেন ‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে তিনি শিশুশিল্পী হিসেবে। এরপর তার দেখা মেলে মিঠাইয়ের পিঙ্কিজি হিসেবে। অপরাজিতার লক্ষ্মী কাকিমা সুপারস্টার-এও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এখন তাকে দেখা যাচ্ছে স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে।