দর্শকদের আর মনে ধরছে না দিদি নাম্বার ওয়ান, মাথায় হাত রচনা ব্যানার্জির

বৃহস্পতিবার প্রকাশ হয়েছে TRP তালিকা। সেখানে বিভিন্ন বাংলা ধারাবাহিক এবং টেলি রিয়েলিটি শো এর জনপ্রিয়তা জানা যায়। TRP তালিকায় স্পষ্ট গানের রিয়েলিটি শো গুলোর জনপ্রিয়তা। আর এর ফলে TRP তালিকায় রচনা ব্যানার্জির (Rachna Banerjee) দিদি নাম্বার ওয়ানের (Didi No. 1) বেশ ক্ষতি হয়েছে।

বহুসময় ধরেই টপার হয়ে এসেছে দিদি নাম্বার ওয়ান। কিন্তু এবার সারেগামাপার গ্র্যান্ড ফিনালের সামনে পড়ে বেশ ম্রিয়মাণ লাগছে ধারাবাহিকটিকে। রবিবার গোটা সন্ধ্যা জুড়ে এবং রাত অব্দি যে অনুষ্ঠান চলেছে সেই অনুষ্ঠান হয়েছে এই সপ্তাহের টিআরপি টপার। আর সেই কারণে সকলকে হারিয়ে সারেগামাপা এই সপ্তাহের ১ নাম্বার স্থানে উঠে এসেছে।

উল্লেখ্য, সারেগামাপা গ্র্যান্ড ফিনালের স্পেশাল এপিসোড ৮.২ নাম্বার পেয়েছে। একই সাথে সারেগামাপা পেয়েছে ৬.১। সুপার সিঙ্গারের সিজন ৪ শুরু হলেও সেটি ধোপে টিকতে পারেনি। মাত্র ৩.৩ নাম্বার পেয়েছে শোটি। ঘরে ঘরে জি বাংলা পেয়েছে মাত্র ১.৪ নাম্বার।

ইন্দ্রানী হালদারকে নিয়ে এসে বেশ হাইপ তোলা হয় এই শো নিয়ে। সুদীপা ব্যানার্জীর রান্নাঘর বন্ধ করে এই শো শুরু করা হয়। কিন্তু রান্নাঘরের থেকে খুব একটা বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারছে না। সারেগামাপা কিন্তু বেশ সুপারহিট হয়েছে। ডান্স ডান্স জুনিয়রকে হারিয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছে জি বাংলার সারেগামাপা।

rachna banerjee ecf4

উল্লেখ্য, সারেগামাপা এর বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা। সারেগামাপা শেষ হয়ে যাওয়ার পর সেখানে শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স। এবার আবার মহাগুরু ফিরে এসেছেন নিজের আসনে। শোতেও শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জী এবং মৌনি রায়রা বিচারকের আসনে রয়েছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button