একাই একশ রচনা! মিঠুন চক্রবর্তীকে দশ গোল দিদি নাম্বার ওয়ানের, বন্ধ হচ্ছে এই সিরিয়াল

আপনিও কি স্টার জলসার (Star Jalsha) নিয়মিত দর্শক? তাহলে আপনার জন্য রইল এক খারাপ খবর। কারণ শীঘ্রই বন্ধ হতে চলেছে এক জনপ্রিয় রিয়ালিটি শো। আপনিও ভাবছেন তো যে এবার কোন শো বন্ধ হতে চলেছে? তাহলে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটি।

স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা পশ্চিমবঙ্গের (West Bengal) সর্বাধিক জনপ্রিয় সাধারণ বিনোদন চ্যানেল, এই চ্যানেলগুলি শীর্ষ বাংলা সিরিয়াল চার্টে তালিকাভুক্ত হচ্ছে। বার্কের সর্বশেষ টিআরপি (Target Rating Point) রিপোর্ট অনুযায়ী ফিকশন শোয়ে স্টার জলসা প্রতি সপ্তাহে জি বাংলার চেয়ে সামান্য এগিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ফিকশন-এর মধ্যে সবার শীর্ষে এখনও রয়েছে স্টার জলসার জনপ্রিয় শো ‘অনুরাগের ছোঁয়া।‘ ‘দীপা-সূর্যের টানাপোড়েন এখন বাংলা সিরিয়াল দুনিয়ায় রীতিমতো হট টপিক হয়ে গিয়েছে।

এছাড়া তাঁদের মেয়ে সোনা-রুপাকে নিয়েও দুজনের মধ্যে চলছে ব্যাপক টানাপোড়েন। এই সিরিয়ালে শেষ অবধি কী হয়ে সেদিকে তাকিয়ে আছেন সকলে। আদৌ কি মিশকার আসল রূপটা কোনওদিন সূর্য দেখতে পারবে? আদৌ কি সূর্য ও দীপার বিবাহ বিচ্ছেদ হবে? সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।

soon new twist coming on anurager chowa serial 780x470

এটা তো গেল ফিকশনের কথা। এবার আসা যাক নন ফিকশনের প্রসঙ্গে। আপনি জানলে হয়ত অবাক হবেন যে এবারও সকলকে টেক্ক দিয়ে শীর্ষে রয়ে গিয়েছে রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)। এরপর দ্বিতীয়তে রয়েছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ডান্স বাংলা ডান্স, তারপরে রয়েছে সুপার সিঙ্গার ৪ ও ঘরে ঘরে জি বাংলা । এদিকে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে আরও একটি নন ফিকশন শো ‘মাই স্টার্স্ট আপ শো- ধন্যি মেয়ের উপাখ্যান’।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button