ila bangladesh

Indiahood Desk

চরম বামপন্থী, ভারত বিরোধী! ‘নো মিনস নো’ স্লোগান দেওয়া এই তরুণীর আসল পরিচয় জানেন?

কলকাতাঃ আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। দেশেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ। রোজই রাজ্যের সাধারণ মানুষ কোথাও না কোথাও আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে ডাক্তারি তরুণীর ধর্ষণ ও মৃত্যুর বিচার চাইছেন। কখনও হাতে মোমবাতি, কখনও জাতীয় পতাকা! প্রতিবাদ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, প্রতিবাদ বাড়লেও ধর্ষকদের মানসিকতা একটুও পাল্টায় নি। ধর্ষণের বিরুদ্ধে এত বড় প্রতিবাদ এর আগে ভারত দেখেনি, ‘নির্ভয়া’ কাণ্ডের সময়েও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। কিন্তু এবার সেই পরিসংখ্যান ছাড়িয়ে গিয়েছে। তবে, প্রতিবাদীদের সংখ্যা যতই বাড়ুক না কেন, রাজ্য হোক আর দেশ … রোজই নতুন নতুন করে ধর্ষণের কাহিনী সামনে উঠে আসছে।

আরজি করের চিকিৎসক তরুণীর মৃত্যুর বহু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আর তার মধ্যে অন্যতম ছিল এক তরুণীর স্লোগান ‘Wherever I go, however I dress, NO MEANS NO, yes means yes’। পাশপাশি তার আরেকটি স্লোগানও খুব ভাইরাল হয়। সেটি ছিল ‘ঢাকা টু কলকাতা We Want Justice’। আপনিও হয়ত এই মেয়ের ভিডিও একবার হলেও দেখেছেন। কিন্তু জানেন এই মেয়েটি কে? আসুন আজ এর আসল পরিচয় সামনে আনি।

   

এই মেয়েটি পরিচিত প্রকৃত বামপন্থী হিসেবে। আরেকটিও পরিচয় রয়েছে তার, সে ‘কট্টর ভারত বিরোধী’। তবে মেয়েটি ভারতীয় নাগরিক নয়। সে বাংলাদেশের নাগরিক। এই বঙ্গ তনয়ার নাম ‘ইলা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেভেলিউশনারি স্টুডেন্ট ইউনিটি- বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ সভাপতি সে। ডিমোক্রেজি ক্লাউনস্’ নামের এক মিউজিক্যাল ব্যান্ডের সদস্যাও সে।

ইলার এই ভিডিওটি কিন্তু কলকাতার নয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের পড়ুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সমবেদনা সভার আয়োজন করেছিল। ‘ঢাকা টু কলকাতা’ নামের ওই প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিলেন ইলাও। সেখানেই তিনি এই স্লোগানগুলি দেন।

এবার বলি ভারত বিদ্বেষী কেন?

আসলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে দেখা দিয়েছে ভয়ঙ্কর বন্যা। বাংলাদেশিদের অভিযোগ, ‘ত্রিপুরা ও গজলডোবার বাঁধ ছেড়ে দেওয়ার কারণেই বাংলাদেশ বানভাসী।’ ভারত বাঁধ ছাড়লেও, ইচ্ছে করে কিছুই করেনি। আসলে বাংলাদেশে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার কারণে বাংলাদেশ ও ত্রিপুরায় অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। ভারতের উত্তরপূর্বের নদীগুলোর জলস্তর বেড়ে চলেছে। যার যেরে ৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেয় ভারত। আর সেই জল বাংলাদেশে ঢুকে বন্যার আকার নেয়। এই নিয়ে ইলা তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ভারতের পানি আগ্রাসন, রুখে দাও জনগণ’। তার এই স্লোগানেই বোঝা যায় যে, সে বাংলাদেশের বন্যার জন্য ভারতকেই দায়ী করছে।